পের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বোমাভর্তি জারটি। রঘুনাথগঞ্জ থানার পুলিশ গিয়ে এলাকা থেকে বোমাগুলি উদ্ধার করেছে। সূত্রের খবর, ওই জারে ভর্তি করে বোমাগুলি এলাকার আমবাগানের মধ্যে রাখা হয়েছিল। বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। তারা দেরি না করে পুলিশে খবর দেয়। তারপরই বোমাগুলি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন : এবার শীতের ফ্যাশনে থাক কোরিয়ার পোষাক, লোকে তাকিয়ে দেখবে! ১০০ টাকাতেই বাজিমাত
advertisement
ইতিমধ্যে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড। প্রসঙ্গত, দিন আটেক আগে ওই পঞ্চায়েতের খেজুরতলা পদ্মানদী ধার থেকে জার ভর্তি বোমা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তারপর ফের একবার স্থানীয় আমবাগা থেকে বোমা উদ্ধার। যা রীতিমতো চিন্তা ও আতঙ্কে ফেলে দিয়েছে স্থানীয়দের। এলাকায় একেরের এক বোমা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী।
আরও পড়ুন : মিলবে প্রকৃতির অচেনা সৌন্দর্যের খোঁজ, হাতে চাঁদ পাবেন পর্যটকরা! নিয়ে আসুন পুরুলিয়া পর্যটন গাইড বুক
যদিও কে বা কারা এই বোমাগুলি রেখে গিয়েছিল, তার হদিশ পাওয়া যায় নি। কেন এই বোমাগুলি রাখা হয়েছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখা যাচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয়রা এলাকার নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত। বিশেষ করে একই ঘটনা পরপর দুবার সামনে আসায়া সেই চিন্তা আরও বেড়েছে। প্রশাসসনের কাছে তাদের আবেদন, এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের নজরদারি বাড়ানো হোক।
