মানিকনগরের নুরাবুল আলমের সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয় পানিপিয়ার এক যুবতীর। নুরাবুল এক বছর আগে সন্তান হওয়ার জন্য তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠায়। অন্তঃসত্ত্বা স্ত্রী বাপের বাড়ি থাকতেই এ দিকে গুনধর স্বামী এক কান্ড ঘটিয়ে বসেন। বর্তমানে আট মাসের পুত্র সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি আসতেই জানতে পারে নুরাবুল চুপিসারে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নতুন বৌ এনেছে। আর তাতেই মাথায় বজ্রপাত গৃহবধূর।
advertisement
আরও পড়ুন: ইরানে ‘মীরজাফর’, মোসাদকে খোলা মাঠ করে দেয় তারাই! দেশের ভিতরের সেই ‘শত্রুকে’ খুঁজছেন খামেইনি! কে সেই মির্জা জানেন? চমকে উঠবেন
গৃহবধূর অভিযোগ, পেশায় রাজমিস্ত্রির কর্মরত মানিকনগরের নুরাবুল আলমের সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয় আমার। নুরাবুল এক বছর আগে সন্তান হওয়ার জন্য তার আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বর্তমানে আমাদের একটি পুত্র সন্তান হয়েছে। সন্তানের বয়স আট মাস। আজকে আমি বাড়িতে এসে জানতে পারি আমার স্বামী দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অন্য এক যুবতীর সঙ্গে। যা আমি জানতেই পারিনি। দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নতুন বউ তোলেন নুরাবুল। আর তাতেই ছি ছি করছে এলাকাবাসী।
অন্যদিকে বৃহস্পতিবার সন্তান কোলে করে স্বামীর বাড়িতে এসে পৌঁছায় প্রথম স্ত্রী। গেটে তালা ঝুলিয়ে দিয়ে চম্পট দেয় স্বামী। স্ত্রীর অধিকার চেয়ে বাড়ির সামনে ধর্নায় বসেন ওই গৃহবধূ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
—কৌশিক অধিকারী