পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে লালগোলা থানার পুলিশ পীরতলা রেল স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালায়। এরপর জেনারুল সেখ ও সিজারুল সেখ নামে দুই হেরোইন পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে উদ্ধার করে ২৬০ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় ২৬ থেকে ২৮ লক্ষ টাকা।
advertisement
পুলিশ জানিয়েছে, এই নিষিদ্ধ হেরোইন বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই হেরোইন পাচারের ছক বানচাল করে পুলিশ। ধৃতদের আজ শুক্রবার লালগোলা থানা থেকে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হবে। ধৃত হেরোইন পাচারকারীর সঙ্গে আর কে বা কারা যুক্ত; সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।
এর আগেও লালগোলা থানা এলাকায় একাধিকবার হেরোইন কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চালানো হয়েছে। আবার নতুন করে লালগোলা থানা এলাকায় সক্রিয় হেরোইন পাচারকারীরা। পুলিশ অভিযান আগামীদিনেও চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।