মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ডোমকলের পশ্চিম কুচিয়ামোড়া এলাকায় একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ২৮টি কার্তুজ সহ এক জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম আরব আলি ওরফে বদর শেখ (৪০), বাড়ি ডোমকল থানার পশ্চিম কুচিয়ামোড়া এলাকায়।
আরও পড়ুন: হঠাৎ বিকট শব্দ, মুহূর্তে সব শেষ! হায়দরাবাদে মৃত্যুমিছিল, আহত বহু! কী ঘটল জানেন? শিউরে উঠবেন শুনে
advertisement
রবিবার গভীর রাতে ডোমকল থানার আইসি পার্থসারথি মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম কুচিয়ামোড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ২৮টি কার্তুজ। তারপর আরব আলিকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ।
পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ গুলি বিহারের মুঙ্গেরের তৈরি। ধৃতকে ১৪ দিনের জন্য হেফাজতে চাইবে পুলিশ। তবে ধৃত ব্যক্তি কী কারণে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাড়িতে মজুত করছিল, কোথায় থেকে নিয়ে এসেছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তার তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ।
—-কৌশিক অধিকারী