পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের ডোমকলে এক ব্যক্তির বাড়িতেই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মিলল। বুধবার রাতে ডোমকল থানার গড়াইমারির নিশ্চিন্দপুর দার পাড়ায় হানা দেয় ডোমকল থানার পুলিশ। সঙ্গে ছিল মুর্শিদাবাদ পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। যৌথ হানা চলে সিরাজ মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতেই। দেখা যায় বাড়িতেই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা খুলে বসেছেন ওই ব্যক্তি।
advertisement
বাড়িতেই তৈরি হচ্ছিল বন্দুক। ধৃতের বাড়ি থেকে চল্লিশ হাজার টাকার জাল নোটও উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ১টা রাইফেল, ৩ রাউন্ড গুলি। একটা পাইপ গান ও পাইপ গানের ৯ রাউন্ড গুলি। এছাড়াও আধা তৈরি অবস্থায় উদ্ধার হয়েছে ১২টা পাইপগান। বন্দুক তৈরির জন্য ব্যবহার করা হচ্ছিল হাইড্রলিক পাইপ, ড্রিল মেশিন, কাটিং মেশিন, এয়ার ব্লোওয়ার, বন্দুকের ছাঁচ, ব্লেড। সেসবও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত একাধিক সরঞ্জাম আটক করেছে পুলিশ।
ধৃত সিরাজ মণ্ডলকে আজ ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়। তবে এই আগ্নেয়াস্ত্র তৈরির মাস্টারমাইন্ড কে? তার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে? তার তদন্ত শুরু করেছে পুলিশ।
—- কৌশিক অধিকারী