এই দুর্ঘটনায় ট্রাকের চালক ও খালাসি-সহ একাধিক ব্যক্তি আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ট্রাকের সামনের অংশের কাঁচ ভেঙে চালক ও খালাসিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নওদা থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে নওদা থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: ২ লক্ষ ব্যাগ, ১৬ হাজার বোতল, ৩৫০ কেজি প্লাস্টিক দিয়ে মুর্শিদাবাদে তৈরি নতুন রাস্তা! টিকবে বহু কাল
সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদেও ঘন কুয়াশা ঢেকেছিল বিভিন্ন এলাকা। কুয়াশার কারণে দৃশ্যমানতা ছিল কম। কুয়াশার কারণেই কি দুর্ঘটনা, নাকি দুর্ঘটনার পিছনে রয়েছে অন্যকোনও কারণ তা খতিয়ে দেখার কাজ চালাচ্ছে পুলিশ। নওদার মধুপুরের এদিনের বাস দুর্ঘটনায় আহত কমকরে ১০ জন বলেই জানা গিয়েছে। যদিও প্রাণহানির খবর নেই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে একই দিনে আরও একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২২ বছর বয়সী এক যুবক। বুধবার ভোরের দিকে রাহুল নামে এক যুবক ও তার সঙ্গী সুমন দাস সেনাবাহিনীর পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে শারীরিক সক্ষমতা বাড়াতে জাতীয় সড়কের পাশে দৌড়চ্ছিলেন। সেই সময় হঠাৎ করেই পিছন দিক থেকে একটি দ্রুতগতির লরি এসে তাদের ধাক্কা দেয়। এই দুর্ঘটনাতেই মৃত্যু হয় রাহুলের।
