এই বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ জানিয়েছে, এদিন বোমা নিয়ে যাওয়ার সময় আচমকা বিস্ফোরণ ঘটে। ৪-৫ জন দুষ্কৃতী বোমা নিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকা বিস্ফোরণ ঘটে। এর জেরে গুরুতর জখম হন এক দুষ্কৃতী। আহত রেহান শেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ স্নান করতে নেমে সব শেষ! তলিয়ে গেলেন যুবক, ১৫ ঘণ্টা পর উদ্ধার…! খড়গপুরে চাঞ্চল্য
advertisement
এবার মুর্শিদাবাদের রানীনগর থানার নজরানা এলাকার এই বোমা বিস্ফোরণ কাণ্ডে ৩ জনকে গ্রেফতার করে নিয়ে এল পুলিশ। যদিও ধৃতদের মধ্যে দু’জনকে আদালতে পাঠানো হয়। জানা যাচ্ছে, তাঁদের নাম যথাক্রমে রাশিদুল শেখ ও বাশিরুল মন্ডল। এই দু’জনকে আদালতে পাঠানো হয়। অন্যদিকে অপর ব্যক্তির উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা থাকায় তাঁকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর।
মুর্শিদাবাদের রানীনগরের বোমা বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত হয়েছেন এক দুষ্কৃতী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।