অবশেষে ভগবানগোলা স্টেশন রোডের বেহাল দশার অবসান হতে চলেছে। স্থানীয় বিধায়ক রেয়াত হোসেন সরকারের উদ্যোগে স্বপনগড় মোড় থেকে PWD মোড় পর্যন্ত বিস্তৃত এই গুরুত্বপূর্ণ রাস্তাটির মেরামতের কাজ শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ভাগীরথীর ভাঙনে ফসল ভরা জমি বিলীন, গিলতে আসছে ভিটেমাটিও! আতঙ্কে নবদ্বীপের বাহিরচর গ্রামের চাষিরা
advertisement
দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা স্টেশনে যাওয়ার এই প্রধান রাস্তাটি অত্যন্ত খারাপ অবস্থা ছিল। রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছিল। সামান্য বৃষ্টিতেই জল জমে যেত। ওই রাস্তা দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষের পক্ষে চরম দুর্ভোগের হয়ে উঠেছিল।
স্থানীয়দের দীর্ঘদিনের সমস্যার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করে বিধায়ক রেয়াত হোসেন সরকার রাস্তাটির সংস্কারের উদ্যোগ নেন। রাস্তা মেরামতের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। পাশাপাশি, এই দিন ভগবানগোলা স্টেশনে একটি উন্নত টয়লেট নির্মাণেরও শিলান্যাস করেন বিধায়ক রেয়াত হোসেন সরকার।
আরও পড়ুনঃ নদীর চরে জন্মানো আগাছা দিয়ে দুর্দান্ত বিজনেস আইডিয়া! বিদেশে ব্যাপক চাহিদা, আগাছা থেকেই অঢেল আয়
আশা করা হচ্ছে, রাস্তা মেরামত এবং নতুন শৌচালয় নির্মাণ বিধায়কের উভয় উদ্যোগেই স্থানীয় জনসাধারণ ও নিত্যযাত্রীরা উপকৃত হবেন এবং স্টেশনে পরিষেবা উন্নত হবে।
