এই সংস্থার সদস্যদের পক্ষ থেকে জানানো হয় ইতিপূর্বেই কয়েক দিন আগেই তারা চালু করেছেন 'চলমান চেম্বার'। তারা এই 'চলমান চেম্বার' (chaloman chamber) মাধ্যমে আজকে হাজির হয়েছে এই গ্রামে চক্ষু পরীক্ষা করতে। এই ক্যাম্পে চোখের যাবতীয় রোগের চিকিৎসা, পাওয়ার পরীক্ষা,সুগার টেস্ট, প্রেসার মাপা, শরীরের তাপমাত্রা মাপা, অক্সিজেন মাপা সহ সমস্ত পরিষেবা দেওয়া হয়। ও সাথে সাথেই করোনা উপসর্গ থাকলে সেই রোগীকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়। এই ক্যাম্পে ৭০ জন মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।
advertisement
একদিনের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন সিউড়ি মহিলা থানার আই সি মিতা চক্রবর্তী সহ থানার অন্যান্য আধিকারিকরা। ক্যাম্পে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ সৌভিক দে। তিনি ক্যাম্প শেষে জানান, "ইতিমধ্যেই আমরা বেশ কিছু লুকিয়ে থাকা চোখের রোগ ধরেছি"। ওই গ্রামে থাকা কিছু করোনা রোগীকে সঠিক পরামর্শ দেওয়া হয়। সেই সঙ্গে বেশ কিছু মানুষের চোখের সমস্যা ধরা পড়ায় তাদের চোখে চশমাও লেগেছে। সাথে সাথেই গ্রামের মানুষদের সচেতন করা হয়, মাস্ক ব্যবহার করতে বলা হয়। করোনা বিধি সম্পর্কে সকলের কাছে ধারণা স্পষ্ট করা হয়।