এদিন রাতে ওই এলাকায় একটি চারচাকা ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হয় সঙ্গীতা ঘোষ (২৮) ও তাঁর চার বছরের শিশুপুত্রের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় স্বামীর সঙ্গে বাইকে চেপে শিশুপুত্রকে নিয়ে পুজোর বাজার করতে বেরিয়েছিলেন সঙ্গীতাদেবী। বাড়ি ফেরার সময় ঘটে দুর্ঘটনা।
আরও পড়ুনঃ নদীর চরে উদ্ধার হয়েছিল মর্টার শেল! তিস্তাপাড়েই নিষ্ক্রিয় করল সেনা বাহিনী
advertisement
জানা যাচ্ছে, বাড়ি ফেরার সময় বাড়ির সামনে বাইক থেকে নামতেই একটি চারচাকা গাড়ি তাঁদের ধাক্কা মারে। এর জেরে তাঁরা পাশের একটি ডোবায় ছিটকে পড়ে যান। অন্যদিকে গাড়িটি একটি ইলেকট্রিক পোলে ধাক্কা লাগে।
স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাঁদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় উত্তেজিত জনতা রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী।