পাড়া প্রতিবেশীরা শিশুটিকে দেখতে পেয়ে আঁকড়ে ধরে থাকা পিঁপুড়ি, রক্ত ধুয়ে মুছে পরিস্কার করে দেন। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে শিশুটিকে নিয়ে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। শিশুটি জেলা হাসপাতালের এসএনসিইউতে ভর্তি রয়েছে। সুপার জানিয়েছেন, শিশুটি সুস্থ রয়েছে।
আরও পড়ুন: ঘরেই কম্বলচাপা স্ত্রীর দেহ, ২ সন্তান সহ নিখোঁজ স্বামী
advertisement
এদিন উষাগ্রাম টেগোর রোড এলাকায় এক বসত বাড়ির বাগানে পড়ে ছিল শিশুটি। পুলিশের অনুমান পাঁচিল টপকে শিশুটিকে রেখে যায় নবজাতকের মা। ফুল তুলতে গিয়ে বাড়ির এক মহিলা শিশুটির কান্নার শব্দ শুনতে পান। শব্দ শুনে পাড়ায় খবর দেন । এরপর প্রতিবেশীরাই শিশুটিকে উদ্ধার করেন ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 04, 2018 4:46 PM IST