আরও পড়ুন: অসম হত্যাকাণ্ডের তীব্র নিন্দায় মুখ্যমন্ত্রী
হাওড়ার বাগনান এক ব্লকের খালোড় গ্রাম পঞ্চায়েত এলাকা। পুজোর আগে থেকেই শুরু হয় জ্বরের প্রকোপ। পুজোর পর তা আরও বাড়ে। খবর পেয়ে এলাকায় মেডিক্যাল টিম পাঠান বিএমওএইচ পলাশ মল্লিক। আক্রান্তদের রক্তের নমুনা পরীক্ষা করে জন্ডিস ধরা পড়ে।
আরও পড়ুন: নবান্নের সামনে গায়ে আগুন গিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের
advertisement
আক্রান্তদের চিকিৎসার জন্য এলাকায় খোলা হয়েছে স্বাস্থ্যশিবির। বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের সচেতন করছেন আশাকর্মীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পানীয় জল থেকেই ছড়াচ্ছে রোগ। এ বিষয়ে নিশ্চিত হতে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: আমহার্স্ট স্ট্রিট থেকে উদ্ধার ৫ লক্ষ টাকার জালনোট, গ্রেফতার ২
এলাকাবাসীর দাবি, খালোড় পূর্ব ও মধ্যপাড়া, শিশুসংঘ পাড়া মিলিয়ে অন্তত দুশোজন জন্ডিসে আক্রান্ত। স্বাস্থ্যশিবিরেই তাঁদের চিকিৎসা চলছে। শিবির খোলা থাকছে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত।