জানা গিয়েছে, কাদিপুকুর, সরদানা, চাঁদপুর চৌকিতলার গ্রামের প্রায় তিন শতাধিক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন। জ্বর, পেট ব্যথার সঙ্গেসঙ্গে বমি ও ডায়েরিয়ায় আক্রান্ত হন তাঁরা। পরে অসুস্থ পুরুষ মহিলা ও শিশুদের নাইয়ারহাট হাসপাতাল, মথুরাপুর গ্রামীণ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করে চলছে চিকিৎসা।
আরও পড়ুন: 'বাংলার সব আশা পূরণ করব', বড় ঘোষণা গৌতম আদানির! বিপুল বিনিয়োগ, চাকরি
advertisement
ঘটনায় মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার বলেন, মঙ্গলবার বিকাল থেকেই কাদিপুকুর ও আশেপাশের গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন, যার মধ্যে মহিলা ও শিশুর সংখ্যা অনেক বেশি। ঘটনার পরেই প্রশাসনের উদ্যোগে অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরিস্থিতি নজরদারিতে বিধায়ক, ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ প্রশাসনিক কর্তারা নজরদারি চালাচ্ছেন এলাকায়।
আরও পড়ুন: আসছে করোনার চতুর্থ ঢেউ? আসরে কলকাতা পুরসভা, যা ব্যবস্থা নিতে চলেছে...
বিধায়ক জানান, কাদিপুকুরে গোষ্ঠের মেলা বসেছিল। সেই মেলা থেকে খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে মন্দির বাজার থানার পুলিশ।