TRENDING:

মেট্রো যাত্রীদের জন্য বিরাট সুখবর.... হাওড়া ময়দান স্টেশনে যাত্রীদের সুবিধায় বাড়ল গেট

Last Updated:

এই দু-টি নতুন AFC-PC গেট যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এখন ১২টি স্মার্ট গেট রয়েছে। এই ১২টি গেটের মধ্যে ২টি গেট প্রবেশের জন্য, ৪টি গেট প্রস্থানের জন্য। ৬টি গেট দ্বিমুখী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: মেট্রো যাত্রীদের জন্য আবারও সুখবর। মেট্রো ব্যবহারকারীদের সুবিধার্থে বুকিং কাউন্টারের পাশে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে আরও দুটি গেট খোলা হল। যার ফলে নিত্যযাত্রীরা আরও বেশি উপকৃত হবেন বলে আশা।
* হাওড়া ময়দান স্টেশনে যাত্রীদের সুবিধায় বাড়ল গেট
* হাওড়া ময়দান স্টেশনে যাত্রীদের সুবিধায় বাড়ল গেট
advertisement

এই দু-টি নতুন AFC-PC গেট যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এখন ১২টি স্মার্ট গেট রয়েছে। এই ১২টি গেটের মধ্যে ২টি গেট প্রবেশের জন্য, ৪টি গেট প্রস্থানের জন্য। ৬টি গেট দ্বিমুখী। টোকেন, স্মার্টকার্ড এবং QR কোড-ভিত্তিক টিকিট নিয়ে ভ্রমণ সহজ হবে। যাত্রীরা এই গেটগুলিতে তাদের মেট্রো টোকেন বা স্মার্ট কার্ড পাঞ্চ করতে পারেন। এছাড়াও গেটগুলিতে QR কোড স্ক্যানার রয়েছে, যার ফলে QR কোড-ভিত্তিক টিকিটধারী যাত্রীরা স্টেশনে সহজেই প্রবেশ করতে বা বের হতে পারবেন। যাত্রীদের অবশ্য বক্তব্য, আরও বেশি করে গেট করা হোক হাওড়া মেট্রো স্টেশনে। কারণ গত এক মাসে এই স্টেশনে বেড়েছে যাত্রীদের সংখ্যা। স্বল্প সময়ের ব্যবধানে মেট্রো চলায় ভিড়ে অসুবিধা তৈরি হয় মাঝেমধ্যেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চিতল হরিণ, নীল গাই, এশিয়ান ওপেন বিল... কী নেই! টুক করে ঘুরে আসুন 'এই' ফরেস্ট থেকে
আরও দেখুন

এদিকে বুকিং কাউন্টারে দীর্ঘ লাইন এড়াতে, যাত্রীদের স্মার্ট কার্ড এবং মোবাইল QR টিকিটের মতো ডিজিটাল টিকিটিং পদ্ধতি ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে যা Aamar কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে বা রিচার্জের সময় বুক করলে ৫% বোনাস বা ছাড়ের সঙ্গে আসে। যাত্রীদের যে কোনও সময় টিকিট বুক করতে বা তাদের স্মার্ট কার্ড রিচার্জ করতে এবং মূল্যবান সময় বাঁচাতে ‘Aamar কলকাতা মেট্রো’ অ্যাপটি ডাউনলোড করতে উৎসাহিত করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেট্রো যাত্রীদের জন্য বিরাট সুখবর.... হাওড়া ময়দান স্টেশনে যাত্রীদের সুবিধায় বাড়ল গেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল