পড়ুয়াদের ট্যাবের টাকা হাতানোর ঘটনায় মালদহ থেকে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে রবিবার রাতেই বর্ধমানে নিয়ে আসা হয়। সোমবার তাকে বর্ধমান আদালতে তোলা হয়েছে। পুলিশ আদালতের কাছে সাতদিন নিজেদের হেফাজতে চেয়েছে।
আরও পড়ুন- জেলায় জেলায় কুয়াশা! মঙ্গল-বুধ থেকে তাপমাত্রা পতন শুরু? পৌষে শীতের বড় খেলা
advertisement
রাজ্য সরকারের বাংলার শিক্ষা নামের একটি পোর্টাল হ্যাক করে একাদশ দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে তদন্তে জানতে পেরেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। এই ব্যাপারে নিশ্চিত হওয়ার পর ট্যাবের টাকা হাতানোর ঘটনায় হাসেম আলি নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সে মালদহ জেলার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের খুদিটোলা এলাকার বাসিন্দা। গতকাল বর্ধমান পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ওই যুবকের একটি সাইবার ক্যাফে রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ট্যাব কেলেঙ্কারিতে তার সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার সায়ক দাস বলেন, জুলাই মাসেই হাসেম আলি বাংলার শিক্ষা পোর্টালে আন অথরাইজড অ্যাক্সেস করে। তার মাধ্যমেই সে পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর বদলে দেয়। তদন্তে দেখা যায়, দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কয়েকটি অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে।
আরও পড়ুন- ডিসেম্বর থেকে পিল পিল করে দিঘায় ছুটবেন পর্যটক, ২-৩ দিনে ঘুরে আসা আর হবে না! কেন?
আপাতত সেইসব অ্যাকাউন্টের টাকা তোলা বন্ধ করে দেওয়া হয়। এর পর তদন্তে হাসেম আলি নামে এই অভিযুক্তের হদিশ মেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পাশ করার পরই কম্পিউটার এঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে। সে একটি সাইবার ক্যাফে চালাচ্ছিল। সেখান থেকেই সে বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক করে বলে মনে করছে পুলিশ। তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।