উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েতের পুরাতন বনগাঁ এলাকায় রয়েছে কানাড়া ব্যাঙ্ক। গ্রাহকদের দাবি, তারা ওই ব্যাঙ্কে টাকা জমিয়েছিলেন। এখন সেই টাকা তুলতে গেলে তাদের বলা হচ্ছে অ্যাকাউন্টে টাকা নেই।
আরও পড়ুনঃ ঘনীভূত নিম্নচাপ! ব্যাপক ঝড়-বৃষ্টিতে তোলপাড় উত্তর-দক্ষিণ, কবে কমবে বৃষ্টি? জানুন
গ্রাহকদের আরও দাবি, বেশ কয়েকজন গ্রাহক ওই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট হিসেবে টাকা রেখেছিলেন, কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তারা টাকা তুলতে পারছেন না। টাকা তুলতে গেলে তাদের বলা হচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে।
advertisement
এই ঘটনার প্রতিবাদে এ দিন ব্যাঙ্কের সামনে রাজ্য সড়ক অবরোধ করেন এবং ক্ষোভ উগরে দেন গ্রাহকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল আসে বনগাঁ থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রাহকরা। যদিও এই ঘটনা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অনিরুদ্ধ কির্তনীয়া