অভিযোগ, সে যখন সাইকেল চালিয়ে বস্তাবাজার পার করে স্কুলের দিকে যাচ্ছে সেই সময় স্কুল থেকে কয়েক হাত দূরে দ্রুত গতিতে ছুটে আসা একটা রাবিশ বোঝাই ট্রাক্টর মোনালিসাকে পেছন দিক থেকে ধাক্কা মারে। ট্রাক্টরের ধাক্কায় মোনালিসা মাটিতে লুটিয়ে পড়লে ট্রাক্টরের চাকা তার পায়ের উপর দিয়ে চালিয়ে দেয় অভিযুক্ত ট্রাক্টরের চালক।
advertisement
নির্জন বাড়ির মধ্যে রাখা বিলাসবহুল গাড়ি! খুলতেই সর্বনাশ… বেরিয়ে পড়ল ১৪০০ টি ভয়ঙ্কর জিনিস!
রাফাল, F-৩৫, সুখোই সব ফেল! এখন দুনিয়া কাঁপাচ্ছে চিনের ‘অদৃশ্য বুলেট’! ব্রহ্মোসও এর কাছে শিশু!
এর পরেই খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষকরা ছুটে এসে দেখেন মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করছে মোনালিসা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আড়ংঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে স্কুলের শিক্ষকরা। এবং সেখানে এসে উপস্থিত হন যুগল কিশোর পঞ্চায়েতের প্রধান-সহ আরও কিছু মানুষজন। এর পরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক্টর-সহ ট্রাক্টর চালককে আটক করে আড়ংঘাটার পুলিশ ফাঁড়ির পুলিশ।
Mainak Debnath