সুন্দরবন এলাকার কৃষকরা এখন ধান কাটার শ্রমিক নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই ধান কাটতে অনিহা প্রকাশ করে ক্ষেতেই পাকা ধান ফেলে রেখেছে। কেউ কেউ নিজের প্রয়োজনের তাগিদে নিজেই জমিতে নেমে ধান কাটছে। এমতাবস্থায় হতাশ না হয়ে শ্রমিক সঙ্কটের কৃষকদেরকে অল্প খরচে ও কম সময়ে ধান কাটার এই আধুনিক যন্ত্রের মাধ্যমে ১ ঘন্টায় ৪ বিঘা জমির ধান কাটা সম্ভব। এমন আধুনিক যন্ত্রে এবার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের আমবেরিয়া এলাকায় চাষীদের মধ্যে সাড়া পড়ে গেল।
advertisement
সুন্দরবন এলাকার কৃষকরা এখন ধান কাটার শ্রমিক নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই ধান কাটতে অনিহা প্রকাশ করে ক্ষেতেই পাকা ধান ফেলে রেখেছে। কেউ কেউ নিজের প্রয়োজনের তাগিদে নিজেই জমিতে নেমে ধান কাটছে। এমতাবস্থায় হতাশ না হয়ে শ্রমিক সংকটের কৃষকদেরকে অল্প খরচে ও কম সময়ে ধান কাটার এই আধুনিক যন্ত্রের মাধ্যমে জমির ধান কাটা সম্ভব।
আরও পড়ুনঃ WTC Final Scenario: টেস্ট বিশ্বকাপের ফাইনালে পাকা একটি দল! ভারতের কী হল? জানুন বিস্তারিত
এমন আধুনিক যন্ত্রে এবার সুন্দরবনে চাষের কাজ করতে অনেকটা সুবিধা করে দিল কৃষকদের। সেই যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে অল্প ব্যয় মাঠের ফসল অনায়াসে ঘরে তুলতে পারছে। একদিকে বিভিন্ন সাইক্লোনের ফলে মাঠের ফসল মাঠেই নষ্ট হত। অন্যদিকে দিনের পর দিন চাষি কুল দেনায় জর্জরিত হতো। এবার সেই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন অনেকেই।
জুলফিকার মোল্লা





