আরও পড়ুন: সর্দি-কাশি পালাবার পথ পাবে না, ৫টি মোক্ষম দাওয়াই, বৃষ্টির জলে শরীরে হবে না ক্ষতি
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবরা পুরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা, অশোকনগর পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার সহ হাবরার বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনের পাশাপাশি এদিন গোটা পাম্পিং স্টেশন ঘুরে দেখেন মন্ত্রী নিজে। ফলে আগামী দিনে হাবরার যে সমস্ত ওয়ার্ড গুলিতে বৃষ্টির ফলে জল জমে সমস্যার সম্মুখীন হতেন মানুষজন সেই সমস্যার অনেকটাই সমাধান হল বলেই মনে করা হচ্ছে। এই পাম্পিং স্টেশনের মাধ্যমে জমা জল টেনে নির্দিষ্ট ড্রেনেজ সিস্টেমের মধ্যে দিয়ে পাস করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। মন্ত্রী ফিরাদ হাকিম এই পাম্পিং স্টেশনের বিশেষ প্রশংসা করেন। পাশাপাশি হাবরা পুরসভা ডেঙ্গি সহ একাধিক বিষয়ে যথাযথ সচেতনতা চালাচ্ছে বলেও জানান মন্ত্রী। নতুন এই পাম্পিং স্টেশন পেয়ে সম্ভবতই খুশি হাবড়ার বিস্তীর্ণ এলাকার মানুষজন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Rudra Narayan Roy