TRENDING:

Durga Puja 2024: থিমের বাহারি মণ্ডপ, প্রতিমায় সাবেকিয়ানা! দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা

Last Updated:

Durga Puja 2024: বৃষ্টি, খারাপ আবহাওয়াকে উড়িয়ে দিয়ে দেবী দর্শনের ঢল নেমেছে মণ্ডপে। চার দিনে রেকর্ড সংখ্যক দর্শনার্থীরা মণ্ডপে পা রেখেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : এলাকাবাসীরা টিমটিম করে পুজো শুরু করেছিলেন। সেই কথা প্রায় ৮২ বছর আগের। তারপর বয়স যত বেড়েছে, ধারে-ভারে বেড়েছে পুজো। ছোট্টভাবে শুরু হওয়া পুজো এখন এলাকার সেরা থিমের পুজোয় পরিণত হয়েছে। কিন্তু এসবের মধ্যেও যেটা বদলায়নি, তা দেবী মহামায়ার রূপ। এখানে এখনও মণ্ডপে শোভা পায় সাবেকি প্রতিমা।
advertisement

পানাগড় মিত্র সংঘ ক্লাব। চলতি বছরে তাদের দুর্গাপুজো ৮২ বছরে পা রেখেছে। চলতি বছরে কাল্পনিক থিমের মণ্ডপ তৈরি করিয়েছেন তাঁরা। কিন্তু মণ্ডপের অসাধারণ সাবেকি প্রতিমা দর্শকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। শুধু আশপাশের এলাকা নয়, দেবীর এমন রূপ দেখতে আসানসোল দুর্গাপুর, এমনকি ভিন জেলা থেকেও দর্শকরা আসছেন। সকাল থেকে রাত পর্যন্ত লেগে রয়েছে দর্শনার্থীদের আনাগোনা।

advertisement

পুজো নিয়ে যদিও শুরু থেকেই বেশ কিছুটা চিন্তিত ছিলেন উদ্যোক্তারা। আবহাওয়া উদ্যোক্তাদের ভীষণভাবে চিন্তায় রেখেছিল। বৃষ্টি উপেক্ষা করে মণ্ডপে দর্শকরা কতটা আসবেন, তা নিয়ে কিছুটা সংশয় ছিল উদ্যোক্তাদের মনে। কিন্তু পুজো শুরু হতেই সমস্ত সংশয় উধাও। বৃষ্টি, খারাপ আবহাওয়াকে উড়িয়ে দিয়ে দেবী দর্শনের ঢল নেমেছে মণ্ডপে। চার দিনে রেকর্ড সংখ্যক দর্শনার্থীরা মণ্ডপে পা রেখেছেন।

advertisement

View More

উল্লেখ্য, সাবেকি প্রতিমার জন্য জেলায় সুনাম রয়েছে এই ক্লাবের পুজোর। উদ্যোক্তারা জানিয়েছেন, সরকারি সমস্ত বিধি নিষেধ মেনে পুজোর আয়োজন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা, অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকরা রয়েছেন। মন্ডপ চত্বরে বিশাল মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের আয়োজনও রাখা হয়েছে এখানে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নয়ন ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: থিমের বাহারি মণ্ডপ, প্রতিমায় সাবেকিয়ানা! দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল