TRENDING:

‘‘তৃণমূলে সবাই চোর নয়, কিছু কিছু ভাল মানুষ আছে’’-মিঠুন, দুর্নীতি ইস্যুতে পদ্মের ঘরে দুই সুর!

Last Updated:

বঙ্গ বিজেপির নেতারা বলছেন "তৃণমূলের সবাই চোর-ডাকাত"। মানতে রাজি নন তারকা নেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর বক্তব্যে বড়সড় অস্বস্তিতে বঙ্গ বিজেপি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  একদিকে বিজেপির পোস্টারে ‘চোর ধরো, জেল ভরো।’ তৃণমূলের সবাই চোর। উল্টোদিকে মিঠুন চক্রবর্তী বলছেন, তৃণমূলের সবাই চোর নন। তা হলে কি দুর্নীতি ইস্যুতে পদ্ম ঘরে দুই সুর? মিঠুনের মন্তব্যে কি বঙ্গ বিজেপি অস্বস্তিতে পড়ল। প্রশ্ন নানা মহলে।
Mithun Chakraborty is having different view point on TMC's corruption issue
Mithun Chakraborty is having different view point on TMC's corruption issue
advertisement

চুঁচুড়ায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে মিঠুন চক্রবর্তী  মঙ্গলবার বলেছেন, ‘‘তৃণমূলে সবাই চোর নয়। কিছু কিছু ভাল মানুষ আছে। বর্তমান পরিস্থিতিতে তাঁরা এখন সাফোকেটেড ফিল করছেন। আমার সঙ্গে ২১ জন বিধায়ক সরাসরি যোগাযোগ করেছেন বলেও দাবি করেন মিঠুন চক্রবর্তী। বাকি আরও অনেকেই আছেন, যারা বিজেপিতে আসার আগ্রহ প্রকাশ করে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। আমি কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়েছি যে, তৃণমূলের সবাই চোর নয়।’’

advertisement

আরও পড়ুন -  তৃতীয়ায় তৃতীয় দফায় জেলার ৩০০র ও বেশি পুজো উদ্বোধন, বুধবার ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিম্বা বঙ্গের পদ্ম শিবিরের একাধিক নেতা বিভিন্ন দলীয় কর্মসূচিতে তৃণমূলের সবাই চোর বলে গলা ফাটাতে দেখা গেছে। বিজেপি রাজ্য কমিটির তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে, তৃণমূলের কোনও নেতাকে বিজেপিতে নেওয়া হবে না। কারণ তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত। তাই তাঁদের জন্য দরজা বন্ধ। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে  দিলীপ ঘোষ সহ  এ রাজ্যের পদ্ম নেতাদের  প্রত্যেকেই সব সময় বলে থাকেন তৃণমূলের ১০০ শতাংশ চোর।

advertisement

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তো একধাপ এগিয়ে তৃণমূলীদের ৭৫ শতাংশ ডাকাত আর ২৫ শতাংশ চোর বলেও কটাক্ষ করতে শোনা গেছে। নিয়োগ দুর্নীতি থেকে কয়লা, গরুপাচার। একের পর এক ইস্যুতে শোরগোল রাজ্যজুড়ে। গ্রেফতার রাজ্যের দুই হেভিওয়েট। বিজেপির শারদ-শুভেচ্ছাতেও জ্বলজ্বল করছে দুর্নীতি-ইস্যু। পোস্টার থেকে বিজেপি নেতা, সর্বত্রই 'চোর ধরো জেল ভরো'র ডাক।

advertisement

বিজেপির বঙ্গ নেতৃত্ব যখন প্রতিদিনই দুর্নীতি ইস্যুতে শান দিচ্ছে, তখন মিঠুন চক্রবর্তীর গলায় ভিন্ন সুর। মিঠুনের দাবি, তৃণমূলের একুশজন নেতা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা কেউই দুর্নীতিতে অভিযুক্ত নন। মিঠুন এও বলেন, একুশ জন আছেন। কারও সঙ্গে টাকা নিয়ে কথা হয়নি। তৃণমূলের অনেকেরই এখন  দমবন্ধ পরিস্থিতি। ‘কভি ভি কুছ ভি হো সকতা হ্যায়।’ তাহলে কি দুর্নীতি ইস্যুতে পদ্মের ঘরে দু’রকম মত? প্রশ্ন উঠছে নানা মহলে। দুর্নীতি ইস্যুকে সামনে রেখে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে বিজেপি। পদ্মের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি দেখেছেন রাজ্যবাসী। এমন পরিস্থিতিতে মিঠুনের মন্তব্য কি বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়াল?  উত্তর দেবে সময়ই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Venkateswar Lahiri

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘‘তৃণমূলে সবাই চোর নয়, কিছু কিছু ভাল মানুষ আছে’’-মিঠুন, দুর্নীতি ইস্যুতে পদ্মের ঘরে দুই সুর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল