বর্ধমানের পর মিঠুন চক্রবর্তীর এদিনই বীরভূমের বোলপুরেও একই কর্মসূচি ছিল। মিঠুনের বুধবারের সমস্ত কর্মসূচিই বাতিল করা হল বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছে। বালুরঘাটেও মিঠুন চক্রবর্তীর থাকার জন্য সার্কিট হাউসের আবেদন করা হলেও শেষ পর্যন্ত তা দেওয়া হয়নি বলে দাবি করেছিল বিজেপি। এবার বর্ধমান জেলা প্রশাসনের বিরুদ্ধেও জেলা পরিষদের নির্দিষ্ট প্রেক্ষাগৃহে মিঠুনের রাজনৈতিক কর্মসূচিতে অনুমতি না দেওয়ার অভিযোগ সামনে আনল বিজেপি।
advertisement
মূলত জনসংযোগের লক্ষ্যেই বঙ্গ বিজেপি মিঠুন চক্রবর্তীকে 'মুখ' করে প্রাক পুজো সম্মেলনের আয়োজন করেছিল। যে কর্মসূচি শুরু হয় কলকাতা দিয়ে। এরপর একে একে মালদা, বালুরঘাট হুগলির চুঁচুড়ার পর বুধবার কর্মসূচির শেষ দিনে পূর্ব বর্ধমান এবং বীরভূমে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। প্রশাসনের অসহযোগিতার অভিযোগ সামনে এনে শেষ দিনের মিঠুন চক্রবর্তীর সমস্ত কর্মসূচি বাতিল করলো গেরুয়া শিবির।