স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গ্রামের বাসিন্দা পলাশ সর্দার গত সোমবার বিকালে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় উদ্বেগে পড়েন পরিবারের সদস্যরা। খোঁজ শুরু হয়। তাঁর বাবা, কাকা ও প্রতিবেশীরা নদীর আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খুঁজে না পেয়ে স্থানীয় কুলতলি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
advertisement
এরপর বুধবার সকালে স্থানীয় মৎস্যজীবীরা মাতলা নদীতে ভাসতে থাকা এক যুবকের মৃতদেহ দেখতে পান। পরে তাঁরা বুঝতে পারেন, এটি নিখোঁজ পলাশের দেহ। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছন এবং কুলতলি থানায় খবর দেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে দেহটি ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়। ঘটনার পরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। এটি দুর্ঘটনা নাকি খুন সবটাই দেখা হচ্ছে।