TRENDING:

বর্ধমানে ডাকাতির পরিকল্পনা ফাঁস, জালে ধরা পড়ল বিহার, মহারাষ্ট্রের ৫ দুষ্কৃতী

Last Updated:

Burdwan Racket: গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের আনজিরবাগান আন্ডারপাসের কাছে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান : বিহার মহারাষ্ট্রে কুকীর্তি চালানো কুখ্যাত দুষ্কৃতীরা জমা হয়েছিল বর্ধমানে জাতীয় সড়কের ধারে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় বর্ধমান জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্ধমানে তাদের বড় ধরনের ডাকাতির পরিকল্পনা ছিল বলে দাবি পুলিশের।  সে ব্যাপারে নিশ্চিত হতে ধৃতদের বিস্তারিত জেরা করা হবে বলে তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন।
advertisement

গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের আনজিরবাগান আন্ডারপাসের কাছে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র-ওয়ানশাটার ও পাইপগান, তিনটি গুলি পাওয়া গিয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারা গিয়েছে এরা এবং এদের সঙ্গে থাকা আরও অন্যান্যরা এর আগে মহারাষ্ট্র এবং বিহারে বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। এখানে এদের জড়ো হওয়ার উদ্দেশ্য ছিল মোটা অঙ্কের টাকা সঙ্গে নিয়ে যাওয়া ব্যক্তির কাছ থেকে অস্ত্র দেখিয়ে তা লুঠ করা।

advertisement

আরও পড়ুন : চা বেচে, বাদাম ফিরি করে উচ্চ মাধ্যমিক দিতে চলেছেন বিশেষভাবে সক্ষম এই ছাত্র, এখনই কাঁধে সংসারের ভার

ধৃতরা হল দেবরাজ সাহানি (৩৬),বাড়ি মহারাষ্ট্রের পালঘর জেলার বাইসার থানা এলাকায়। সন্তোষ চৌধুরী (৩২), বাড়ি বর্ধমানের ইদিলপুরে। শেখ সরিফ (৩৪), বাড়ি বর্ধমানের ফকিরপুর দুর্গা মন্দির। শুভম প্রসাদ গুপ্ত (২৩), বাড়ি বর্ধমান শহরের ধোকরা সহিদ, ওলাইচন্ডী পুকুরপাড় এবং বিক্রম পোদ্দার (৩৭), বাড়ি বর্ধমান শহরের রথতলা পদ্মপুকুর এলাকায়।

advertisement

আরও পড়ুন :  অবিশ্বাস্য! বসিরহাটে মাটি খুঁড়তেই বেরিয়ে পড়ল রাশি রাশি প্রাচীন রুপোর মুদ্রা

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, এদের মধ্যে দেবরাজ সাহানি এবং সন্তোষ চৌধুরীর কাছ থেকে গুলি ভর্তি একটি করে পাইপগান এবং শেখ শরিফের কাছ থেকে একটি গুলি উদ্ধার হয়েছে। মোট দুটি পাইপগান এবং তিনটি গুলি উদ্ধার হয়েছে। এই তিনজন ব্যক্তিকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার আবেদন করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। নিজেদের হেফাজতে নিয়ে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমানে ডাকাতির পরিকল্পনা ফাঁস, জালে ধরা পড়ল বিহার, মহারাষ্ট্রের ৫ দুষ্কৃতী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল