আরও পড়ুন: দীর্ঘ ২২ বছরের টানাপোড়েনের পর ঘরে ফিরল মেয়ে, আনন্দে বাঁধ ভেঙছে চোখের জল
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ১০টা নাগাদ তিনজন যুবক বাইকে করে দেবেশ চক্রবর্তীর দোকানে আসে। এরপর মোবাইল কেনার নাম করে তিনটি দামী মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করে তারা। দোকানের মালিক বাধা দিতে গেলে, তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে দোকান ছেড়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্ত বাইক স্টার্ট না হওয়ায়, স্থানীয়রা দু’জনকে ধরে ফেলে। তবে অন্যজন পালিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: নবান্নের নিরাপত্তা আরও জোরদার, বসানো হচ্ছে অপটিকাল ফাইবার স্কোপ
এরপর পুলিশের হাতে দুই দুষ্কৃতীকে তুলে দেওয়া হয়। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও একটি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, রবিবার সন্ধেয় তিন দুষ্কৃতী একবার ওই দোকানে এসেছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2018 11:57 AM IST