TRENDING:

একে শ্রাবণ মাস, তার ওপর দুধ খাচ্ছে শিবের বাহন নন্দী ! হইচই বোলপুরে

Last Updated:

একে শ্রাবণ মাস ৷ যাকে বলে বাবা ভোলানাথের মাস ৷ এই মাসেই বাবার মাথায় জল ঢাললে সব মনস্কামনা পূরণ ৷ আর তাই তো কাঁধে বাঁক নিয়ে শিব ভক্তরা ছুটছেন শিব মন্দিরে পুজো দিতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বোলপুর: একে শ্রাবণ মাস ৷ যাকে বলে বাবা ভোলানাথের মাস ৷ এই মাসেই বাবার মাথায় জল ঢাললে সব মনস্কামনা পূরণ ৷ আর তাই তো কাঁধে বাঁক নিয়ে শিব ভক্তরা ছুটছেন শিব মন্দিরে পুজো দিতে ৷
advertisement

তবে বোলপুরে শিব ভক্তরা কিন্তু বোনাস হিসেবে পেলেন শিবের বাহন নন্দীর দেখা ! ভাবছেন এ আবার কেমন ঘটনা? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে বোলপুরের রামসাগর পশ্চিমপাড়ায় কালি মন্দিরের পাশে শিব মন্দিরে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

খবর অনুযায়ী, বোলপুরের ১১নং ওয়ার্ড হাটতলা রামসাগর পশ্চিমপাড়ায় কালি মন্দিরে পাশে শিব মন্দিরে বুধবার সকাল থেকে দুধ খাচ্ছেন শিবের বাহন নন্দী। যা নিয়ে এলাকায় মন্দিরের সামনে ভীড় জমিয়েছেন বোলপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে। সবাই দুধ ও জল খাইয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা ঘটনাকে শ্রাবণ মাসে শিব ভগবানের মহিমা বলে জানাচ্ছেন।তবে বিজ্ঞান মঞ্চ দুধ টেনে নেওয়ার ঘটনাকে কোনো রাসায়নিক বিক্রিয়া বলে জানিয়েছেন। তারফলেই তরল জাতীয় উপাদান টেনে নিচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একে শ্রাবণ মাস, তার ওপর দুধ খাচ্ছে শিবের বাহন নন্দী ! হইচই বোলপুরে