জেলায় কমছে নাবালিকা কিশোরীদের বিয়ের সংখ্যা। সেই প্রবণতা আরও কমিয়ে আনতে তাদের পাশে দাঁড়াতে জেলার কন্যাশ্রী পুরস্কার প্রাপকদের এবার থেকে চাকরির সুযোগ করে দিতে চান জেলা প্রশাসন। এমনই ঘোষণা করলেন পুর্ব মেদিনীপুরের জেলাশাসক।
এর আগে পূর্ব মেদিনীপুর জেলায় বছরে প্রায় ৩০০ জন নাবালিকা কিশোরী পড়াশোনা ছেড়ে বিয়ে করে নিচ্ছিল। এরপরেই আসরে নামে প্রশাসন। জোর দেওয়া হয় সামগ্রিক সচেতনতায়। আর তাতেই কাজ হয়। ৩০০ থেকে কমিয়ে নাবালিকার বিয়ের সংখ্যা ১০০ তে নামিয়ে এনেছেন প্রশাসন। সংখ্যাটা শূন্যে নামিয়ে আনাই লক্ষ্য বলে জানান পুর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি।
advertisement
আরও পড়ুন: দিঘা যাওয়ার পথেই…! ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় সব ছিন্নভিন্ন, গুরুতর আহত ১২, কান্না-গোঙানি!
তিনি জানান, বাল্যবিবাহ অনেকটাই রোধ করা গেছে। স্কুল পড়ুয়ারা যথেষ্টই বুঝতে শিখেছে। প্রতিরোধ গড়তে শিখেছে। কন্যাশ্রীর K2 ফর্ম এর হার যথেষ্ট বেড়েছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও অভিভাবকদের চেষ্টায় এই কাজ সম্ভব হয়েছে বলে জানান জেলাশাসক। এবারও জেলার বিভিন্ন স্কুলের ছাত্রীরা কন্যাশ্রী দিবস পালনে অংশ নেন। তাদের সামনেই চাকরি নিয়ে এ কথা ঘোষণা করেন জেলাশাসক।