শুক্রবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার খড়দহ পৌরসভার রবীন্দ্র ভবন হলে খড়দহ বিধানসভার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, খড়দহ বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
advertisement
অনুষ্ঠান চলাকালীন বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক অনুষ্ঠানের হল থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তৃণমূল কর্মী সমর্থকদের এহেন আচরণে ক্ষুব্ধ হন বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূল কর্মী সমর্থকদের ধমকের সুরে হুঁশিয়ারি দিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী। বললেন, মিটিং চলাকালীন যারা বাইরে যাচ্ছেন তারা দল থেকেই পুরোপুরি বাইরে চলে যাবেন।
মঞ্চে বক্তৃতা চলাকালীন কয়েকজনলে অনুষ্ঠানস্থল ছেড়ে বেড়িয়ে যেতে দেখে মেজাজ হারান মন্ত্রী শোভনদেব। মাইক হাতে সঙ্গে সঙ্গে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলে উঠলেন, ‘দাঁড়ান দাঁড়ান কেন বাইরে জাচ্ছেম। মিটিং চলাকালীন বাইরে যেতে হলে চিরকালের জন্যে বাইরে যাবেন। কোন শৃঙ্খলা নেই। যার যখন ইচ্ছা হবে চলে যাবেন উঠে।