তিনি বলেন,প্রায় ২০- ২১ বছর পর এখানকার ব্লক সভাপতি পরিবর্তন হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত। হরিসাধন ঘোষ অত্যন্ত সাধারণ ঘরের ছেলে। পুকুরে মাছ চাষ করে। এইরকম সাধারণ মানুষ সভাপতি হলে মানুষের সঙ্গে আদান-প্রদান টা বেশি বাড়বে। হরিসাধনের চলার পথে কোন ভুল হলে আমাকে বলবেন। আমি কোনও ভুল করলে সেটাও আমাকে বলবেন। আজ সন্ধ্যায় ব্লক কমিটির গঠন হওয়ার বিষয়ে আলোচনা হবে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকে সম্মান পাবেন। প্রায় তিন ভাগের একভাগ মহিলা সম্মানিত হবেন। আমরা আদিবাসী মা-বোনদেরকে ব্লক কমিটিতে আনবো। অনেক কর্মী বসে গেছে তাদের আমরা সম্মান দেব।"
advertisement
আরও পড়ুন : লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজর দাম! চোখে ঝাঁঝ মধ্যবিত্তের! কবে কমবে দাম? জানুন সব...
তিনি বলেন, "এই দল মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ত্যাগ প্রতীক্ষায় তৈরি করেছেন। ৭২ টি প্রকল্প সরকার দিয়েছে প্রতিটি মানুষের জন্য। আমি অনুরোধ জানাবো বিশেষভাবে অনগ্রসর সম্প্রদায়ের মা বোনেদের ভাইদের কাছে, কী পাননি আপনারা বলুন। কী করতে হবে আপনাদের জন্য তা আমাদের বলুন। যে চেয়ারে বসবো তার পাশের আদিবাসীদের জন্য ছেড়ে দেব এই কথা দিয়ে যাচ্ছি। কোন ধরনের বিদ্বেষ হিংসা হবে না এটাও কিন্তু আমরা বলে যাচ্ছি।"
এরপরই তিনি দলীয় নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন। বলেন, "নেতারা কেউ কাটমানি খাবেন না। আমরা চাঁদা তুলবো।বলে তুলবো আলু পেঁয়াজ দিয়ে খিচুড়ি ভাত খাব। কিন্তু কাটমানি খেতে কাউকে আমি দেব না। আজ পর্যন্ত কেউ বলবেন না কারও কাছে আমি চার পয়সা চেয়েছি। আপনারাও দেননি আমিও চাইনি। তবে আলু পেঁয়াজ একটু লাগবে।"