রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। বুধবার সকাল থেকে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে টোটোয় চড়ে করোনা সচেতনতায় প্রচার চালালেন তিনি। গায়ে দুধে আলতা রঙের সুতীর পাঞ্জাবি, সাদা পাজামা, মাথায় টুপি। মুখে মাস্ক। টোটোর আসনে বসে মন্ত্রী বলে চলেছেন, 'সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজের ও পরিবারের স্বার্থেই ঘরে থাকুন। লক ডাউন মেনে চলুন। বাড়ির বাইরে পা দেবেন না। খাবার আগে সাবান জল বা হ্যান্ড স্যানিটাইজারে হাত পরিষ্কার করুন। অযথা অতঙ্কিত হবেন না। গুজব ছড়াবেন না। গুজবে কান দেবেন না।'
advertisement
নিজের বিধানসভা এলাকায় এভাবেই প্রচার চালালেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী। তিনি বলেন, অনেক জায়গা থেকেই খবর পাচ্ছি কিছু কিছু করে মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছেন। পুলিশকে এলাকায় ঘুরে ঘুরে তাদের ঘরে ঢোকাতে হচ্ছে। এটা ঠিক নয়। এলাকার বাসিন্দাদের যে স্বতঃস্ফূর্ত ভাবেই এই লড়াইয়ে যোগ দেওয়া জরুরি তা বোঝাতেই এই প্রচার। আশা করছি, অনেকেই এখন বাড়িতে থাকার প্রয়োজন অনুভব করছেন। তা নিশ্চিত করা গেলেই করোনা নামক মারণ ভাইরাসকে কাবু করা সম্ভব হবে। এর আগে এলাকায় এলাকায় মাস্ক বিলি করেছিলেন মন্ত্রী। রাস্তায় গাড়ি থেকে নেমে পুলিশ কর্মীদের মুখে মাস্ক লাগিয়েছিলেন। এবার টোটোয় চড়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামলেন।
Saradindu Ghosh