এবার বিতর্কে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। রবিবার বীরভূমের মহম্মদবাজারে সিপিএমের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সভা থেকে শাসকদলকে তীব্র কটাক্ষ করেন তিনি। সেখানেই নাম না করে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেন তিনি। বলেন, “বাঘ যদি বাঘের মতো থাকে, বিরল প্রজাতির হয় তাহলে আমাদের দায়িত্ব তাকে সংরক্ষণ করা। কিন্তু কোনওকারণে বাঘ যদি মানুষখেকো হয়ে যায় তাহলে বাঘকে মেরে চামড়া দেওয়ালে টাঙিয়েও রাখতে হয়।”
advertisement
কিছুদিন আগেই মন্ত্রী ফিরহাদ হাকিম অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা করেছিলেন। তা নিয়ে বিতর্কও হয়েছিল। একই ভঙ্গিতে জবাব দিতে গিয়ে এবার বিতর্কে মীনাক্ষী। যদিও মীনাক্ষীর মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
জেলার তৃণমূলের কোর কমিটির কনভেনার তথা জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, “মানুষই ওদের দেওয়ালে টাঙিয়ে দিয়েছে। মীনাক্ষী কী বলল তাতে মানুষ বিশ্বাস করে না। বাঘ-বাঘই থাকে, আর শিয়াল সারাজীবন শিয়ালই থাকবে।”