পরিবারের দাবি, লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে যায়। হাতে টাকা পয়সাও ছিল না। মানসিকভাবে ভেঙে পড়েছিল। এরপর সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয় ও স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সভাধিপতি মোশারফ হোসেন বলেন, পরিবারের পাশে আমরা আছি। সরকারি সাহায্য যাতে পায় তার ব্যবস্থা করা হবে। সংসারটা একটু ভালোভাবে চালানোর জন্যই গিয়েছিল কেরলে। মঙ্গলবার সকালেই বাড়িতে মৃত্যুর খবর আসতেই গ্রামে শোকের ছায়া নেমে আসে।
advertisement
মৃতের দিদি সেলিনা বিবি বলেন, কাজ না থাকায় চলে গিয়েছিল কাজ করতে। সেখানে গিয়ে কাজ বন্ধ হয়ে যায়। বাড়ি ফিরতে পারছিল না। তারপর এই মৃত্যুর খবর আসে। মৃতের স্ত্রী আশুরা বিবি বলেন, টাকা না থাকায় ফিরতে পারছিল না। কান্নাকাটি করছিল। এরপরই খবর পাই হাসপাতালে মারা গেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2020 8:08 PM IST