রবিবাসরীয় প্রচারে যখন কাঁথি দক্ষিণ, কাঁথি উত্তর, নন্দকুমারে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মমতা, তখন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত থাবেন পূর্ব মেদিনীপুরে৷ আজ, রবিবার, এগরায় সভা রয়েছে অমিতের৷ দুপুর ১.৩০ নাগাদ সভা করবেন অমিত শাহ৷ এই সভাতেই সম্ভবত বিজেপিতে যোগ দিতে চলেছেন দীর্ঘদিনের তৃণমূল নেতা ও সাংসদ শিশির অধিকারী৷ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছিল তৃণমূলের৷ এবার সেই সম্পর্ক একেবারে ছিন্ন করে শিশির অধিকারীকে দেখা যেতে পারে দল বদলে গেরুয়া পতাকা হাতে তুলে নিতে৷
advertisement
অন্যদিকে আজ সভা রয়েছে মোদিরও৷ রবিবার দুপুরে বাঁকুড়ায় সভা করবেন প্রধানমন্ত্রী৷ রাজ্যে প্রথম দফায় ২৭ মার্চ বাঁকুড়ায় ভোট৷ সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ ফলে রাজ্যে প্রথম দফা ভোটের আগে একেবারে জমজমাট রবিবসরীয় প্রচার৷