TRENDING:

TMC vs BJP: ভোটের পরেও দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ অব্যাহত, ব্যাপক উত্তেজনা বড়জোড়ায়

Last Updated:

ভোটের পরও বড়জোড়ায় (Barjora) উত্তেজনা অব্যাহত। দফায় দফায় চলছে তৃণমূল-বিজেপি সংঘর্ষ (TMC-BJP Clash)। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বড়জোড়া: ভোটের (West Bengal Assembly Election 2021) পরও বড়জোড়ায় (Barjora) উত্তেজনা অব্যাহত। দফায় দফায় চলছে তৃণমূল-বিজেপি সংঘর্ষ (TMC-BJP Clash)। বিজেপি কর্মীদের (BJP Supporters) মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের (TMC Supporters) বিরুদ্ধে। এমনকি বিজেপির কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ জানিয়েছেন কর্মী-সমর্থকরা। বিজেপি (BJP) সমর্থকদের দাবি,  তৃণমূলের সমর্থকরা হামলা চালিয়েছে তাঁদের ওপরে।তবে ঘটনার সম্পূর্ণ দায় অস্বীকার করেছে তৃণমূল।  বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই সংঘর্ষ, দাবি তৃণমূলের। তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন।
advertisement

ভোটের পরও বাঁকুড়ার (Bankura) বড়জোড়ায় উত্তেজনা। তাজপুর গ্রামে দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়েই চলেছে। বিজেপি কর্মীদের মারধর ও বিজেপির কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। অভিযোগের তির তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।  দু-পক্ষের সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায় বলেই স্থানীয় বাসিন্দাদের দাবি। যদিও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে সংঘর্ষের জেরেই এই পরিস্থিতি, এমনই পাল্টা দাবি তৃণমূলের। তৃণমূল-বিজেপির কর্মী-সমর্থকদের এই দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একাদশ শ্রেণির ছাত্রী কাঁপিয়ে দিচ্ছে বড় বড় মঞ্চ! মোনালির কণ্ঠে মুগ্ধ গোটা এলাকা
আরও দেখুন

উল্লেখ্য, ভোটের দিন দুপুরের পরে আচমকা উত্তজনা ছড়িয়ে পড়েছিল বাঁকুড়ার বড়জোড়ায়। বিধানসভা কেন্দ্রের ভট্টপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২০৫ ও ২০৬ নম্বর বুথে ভোট গ্রহণ চলাকালীন ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এ দিন বিকালের দিকে একদল গ্রামবাসী ওই বুথে ভোট দিতে যান। ভোট দেওয়া নিয়ে এরপর এলাকার তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে হঠাৎ বচসা বেধে যায়। দু’‌পক্ষের বচসায় গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এরপর জমায়েত ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনী ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC vs BJP: ভোটের পরেও দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ অব্যাহত, ব্যাপক উত্তেজনা বড়জোড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল