TRENDING:

Infant Corona Positive: সুচিকিৎসায় ৬ দিনে করোনাকে জয় করে নজির সদ্যোজাতের

Last Updated:

যদিও একদিন বয়সের সন্তান জন্মের পরপরই করোনা আক্রান্ত হয়ে পড়ে (Infant Corona Positive)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাঁশকুড়া: করোনার দ্বিতীয় ঢেউ এখনো (Coronavirus 2nd Wave) চলছে। বিধিনিষেধের মাঝে পড়ে পাঁশকুড়ার (Purba Medinipur) ভুঁইয়া দম্পতির জীবনযাপন চলছে বেশ টেনেটুনেই। তারই মাঝে তাঁদের কোলে আসে ফুটফুটে সন্তান। যদিও একদিন বয়সের সন্তান জন্মের পরপরই করোনা আক্রান্ত হয়ে পড়ে (Infant Corona Positive)। সদ্যোজাত সেই করোনা আক্রান্ত সন্তানই অবশেষে করোনা মুক্ত হয়ে উঠল শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রবীর ভৌমিকের চিকিৎসায়। একদিনের শিশু সন্তান করোনা পজিটিভ, সদ্যোজাত সেই শিশুকেই সুস্থ করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন পূর্ব মেদিনীপুরের শিশু চিকিৎসক প্রবীর ভৌমিক।
advertisement

পাঁশকুড়ার চৈতন্যপুর দু-নম্বর অঞ্চলের সরাইঘাট গ্রামের মিষ্টি ভূঁইয়া ফুটফুটে শিশুর জন্ম দেন। শিশুর ওজন ছিল এক ১৮০০ গ্রাম। শিশুটির জন্ম হয়েছিল পাঁশকুড়া মেছোগ্রাম একটি বেসরকারি নার্সিংহোমে। জন্মের পরপরই প্রবল শ্বাসকষ্ট দেখা দেয় শিশুর। সদ্যোজাতের সাড়াশব্দ না পেয়ে ভয় পেয়ে যান শিশুটির বাবা শান্তনু ভূঁইয়া ও মা মিষ্টি ভূঁইয়া। এরপর কোলাঘাটের শুশ্রুষা শিশু সেবা নিকেতনে নিয়ে এলে সেখানেই শিশু বিশেষজ্ঞ প্রবীর ভৌমিক তার চিকিৎসা শুরু করেন। তাঁর হাতেই নতুন জীবন পায় শিশুটি, স্বস্তি পেয়েছেন শিশুর পরিবার পরিজনরা।

advertisement

.

ডঃ প্রবীর ভৌমিক বলেন, 'প্রথম ভগবানপুরের ৬ দিনের শিশু কোভিড প্রজেটিভ হয়েছিল এবং পশ্চিম মেদিনীপুর জেলার ১০ দিনের শিশুও কোভিড প্রজেটিভ হয়। কিন্তু একদিনের শিশু কোভিড প্রজেটিভ আজ চোখ খুলে দিল আমাদের।' তিনি আরও বলেন, 'শিশুর জন্ম হয়েছিল অন্য এক নার্সিংহোমে। সেখান থেকেই শ্বাসকষ্ট নিয়ে আমার কাছে আসে। এইটুকু শিশুর সিআরপি একশো, ফুসফুসের প্রদাহের মাত্রা এক্সরের মাধ্যমে অমিল পাওয়া যায়। বৈজ্ঞানিক মতে যে চিকিৎসা হয়, তা থেকে একেবারে ভিন্ন ধরনের ফুসফুস। প্রেসার কম, ফুসফুসের প্রদাহ অমিল, সিআরপি স্বাভাবিকের তুলনায় একশো সেই কোভিড প্রজেটিভ শিশুকে অক্সিজেন স্যালাইন ভ্যান্টিলেশনের মাধ্যমে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলে। তবে শিশুটির মাতৃগর্ভে থাকাকালীন ইনফেকশন হয়। কারণ গর্ভবতী মায়েরা কোভিড প্রোটোকল মানছে না, যাঁর ফলে এমন কোভিড পজিটিভ হয়েছে শিশুটির। তবে ৬ দিনের মাথায় সম্পূর্ণ সুস্থ হয়ে যায় শিশুটি।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শিশুটির বাবা বলেন, 'আমরা আমাদের বাচ্চার জীবন মৃত্যুর সব আশাই ছেড়ে দিয়েছিলাম। জন্ম নেওয়ার পর থেকে কোনো সাড়া শব্দ ছিল না। এখানে ভর্তি করার পর যখন কেঁদে ওঠে আমার বাচ্চা, তখন ডাঃ প্রবীর ভৌমিক বলেন শিশুটির শ্বাসকষ্ট রয়েছে, সেদিন থেকে চিকিৎসা চলছিল, আজ সম্পূর্ণ সুস্থ, মায়ের কোলে শিশু ফিরল।' এদিন মিষ্টিদেবী এবং শান্তনুবাবু তাঁর ছোট্ট ফুটফুটে শিশুটিকে নিয়ে বাড়ির পথে রওনা দেন। ছ'দিনের শিশুকে নিজের চোখে দেখতে পাবেন তার দাদু, ঠাকুমা এবং আত্মীয় পরিজনরা। তাই ভূঁইয়া পরিবারের সদস্যদের সকলেই খুশি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Infant Corona Positive: সুচিকিৎসায় ৬ দিনে করোনাকে জয় করে নজির সদ্যোজাতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল