TRENDING:

Nandigram Highcourt : নন্দীগ্রাম পুনর্গণনা মামলার বিচারপতি 'বিজেপিঘনিষ্ঠ'? প্রশ্ন ডেরেক কুণালদের...

Last Updated:

নন্দীগ্রাম মামলার (Nandigram Highcourt) শুনানি পিছিয়ে দেন বিচারপতি কৌশিক চন্দ (Justice Kausik Chanda)। তারপরই বিচারপতি কৌশিক চন্দ বিজেপি ঘনিষ্ঠ বলে অভিযোগ ওঠে। দিলীপ ঘোষের বৈঠকে তিনি যোগ দিয়েছেন, এই অভিযোগ তুলে দুটি ছবিও পোস্ট করেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek 'O Brien)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

২১৩ আসন নিয়ে বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের তরফ থেকে নন্দীগ্রামে পুনর্গণননার আবেদন করা হলে কমিশন তা খারিজ করে দেয়। এরপরেই এই নিয়ে আদালত পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো।

কথা মতই ভোটের ফলাফল ঘোষণার ৪৫ দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের নন্দীগ্রাম ইস্যু উস্কে দিয়ে হাইকোর্টে মামলা করেন। সেই মামলার শুনানি শুক্রবার সকাল ১১টা নাগাদ হওয়ার কথা ছিল। কিন্তু মামলার শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। আগামী সপ্তাহের বৃহস্পতিবার ফের এই মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

advertisement

মামলা পিছিয়ে যাওয়ার পরই একটি ছবি তুলে ধরে বিচারপতির রাজনীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। অভিযোগ তোলা হয় হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র বিজেপি ঘনিষ্ঠ। আর সেই কারণেই নন্দীগ্রাম মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগের প্রমাণ স্বরূপ ট্যুইটারে একটি ছবিও পোস্ট করেছেন ডেরেক। বিজেপির একটি সভার দুটি ছবি পোস্ট করে ডেরেক প্রশ্ন তোলেন, 'ছবিতে যাঁকে গোল করে চিহ্নিত করা হয়েছে, ইনি কে? ইনি কি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ?' এরপর এই বিচারপতির এজলাসে কেন নন্দীগ্রাম মামলা দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন ডেরেক সহ তৃণমূলের একাংশ। সেই ছবিগুলির একটিতে দিলীপ ঘোষের পাশে বসে থাকা একজনকে গোল করে চিহ্নিত করা। অপর ছবিটিতে, দিলীপ ঘোষ ভষণ দিচ্ছেন, সেখানে একজন বসে থাকা ব্যক্তিকে চিহ্নিত করা।

advertisement

advertisement

একই ছবি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষও। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, "বিচারপতি কৌশিক চন্দ বিজেপিদরদী। নন্দীগ্রাম মামলা তাঁর হাতে নিরপেক্ষ থাকবে কি? অনুরোধ, বিচারপতি চন্দ মামলাটি ছেড়ে দিন।” কুণাল ঘোষ আশঙ্কা জাহির করে এও বলেছেন যে, কৌশিক চন্দ্রের এজলাসে এই মামলা আর নিরপেক্ষতা হারাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

উল্লেখ্য, তৃণমূলের মুখপাত্র যেই ছবিটি পোস্ট করেছেন সেটি বিজেপির আইন-সেলের কোনও একটি বৈঠকের অংশবিশেষ বলেই সূত্রের খবর। সেখানে দিলীপ ঘোষকে বক্তব্য রাখতেও দেখা যাচ্ছে এবং অতিথির আসনে হাইকোর্টের বিচারক কৌশিক চন্দ্রকে বসে থাকতে দেখা যাচ্ছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram Highcourt : নন্দীগ্রাম পুনর্গণনা মামলার বিচারপতি 'বিজেপিঘনিষ্ঠ'? প্রশ্ন ডেরেক কুণালদের...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল