TRENDING:

Human Skeleton: দাসপুরের গ্রামে উদ্ধার মাথার খুলি, হাড়গোড়! ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Last Updated:

দাসপুর থানার নাড়াজোল এলাকায় শুক্রবার মানুষের মাথার খুলি উদ্ধার হয় ( Human Skeleton)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দাসপুর: দাসপুর থানার নাড়াজোল এলাকায় শুক্রবার মানুষের মাথার খুলি উদ্ধার হয়। আর তা উদ্ধার হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুর থানার নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার হরিরাজপুরে মাঠের মাঝে মানুষের মাথার খুলিটি দেখা যায়। আর তা দেখতে শুক্রবার সকাল থেকেই এলাকায় সাধারণ মানুষের ভিড় জমে। এলাকাবাসীর দাবি, এই খুলি এক পূর্ণবয়স্ক মানুষের। প্রাথমিকভাবে এলাকাবাসীর অনেকের অনুমান এই মাথার খুলি নিখোঁজ নান্টু দোলইয়ের।
advertisement

উদ্ধার হওয়া খুলি

উল্লেখ্য, গত মাসে অর্থাৎ ২০২১ সালের ৩০ জুলাই নাড়াজোলের চন্ডীপুরের বছর ৩০ এর নান্টু দোলই যার বাবার নাম রঞ্জিত দোলই নিখোঁজ হয়। স্থানীয়দের অনেকের অনুমান, এই খুলি ওই নিখোঁজ ব্যক্তিরই হতে পারে। তবে ইতিমধ্যেই দাসপুর পুলিশের তরফে ওই খুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ওই এলাকা খতিয়ে দেখা হচ্ছে খুলির পাশাপাশি হাড় বা পোশাক পরিচ্ছদের কিছু অংশ মেলে কিনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুকান্ত চক্রবর্তী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Human Skeleton: দাসপুরের গ্রামে উদ্ধার মাথার খুলি, হাড়গোড়! ব্যাপক চাঞ্চল্য এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল