শুক্রবার নন্দীগ্রাম স্টেট ব্যাংকের মাঠে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে জোট প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘুদের উদ্দেশে আব্বাসের আহ্বান, 'আমাদের প্রলোভন দেখিয়ে গোলাম করে রাখা হয়েছে। আমরা গোলামি চাই না, অধিকার চাই।'
প্রসঙ্গত, জোটের আসন বণ্টনে বাম শরিক সিপিআইয়ের ভাগে থাকা নন্দীগ্রাম আসনটি প্রথম দিকে দাবি করেছিলেন আব্বাস নিজেই। তবে পরিবর্তীত পরিস্থিতিতে শেষ পর্যন্ত ওই আসনে প্রার্থী হয়েছেন বামফ্রন্টের বড় শরিক সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। আর তাঁর সমর্থনেই আব্বাসকে প্রচারে নিয়ে গেলে নন্দীগ্রামে খেলা ঘোরানোর চেষ্টা চালাল বামেরা।
advertisement
১ এবং ২ নম্বর ব্লক নিয়ে নন্দীগ্রাম বিধানসভা। নন্দীগ্রাম-২ ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকায় হিন্দু ভোটের আধিক্য রয়েছে। বৃহস্পতিবারই সেখানকার তেখালির মাঠে বিজেপি-র তরফে জনসভা করে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উসকে দিয়েছেন গো হত্যা, বাংলার পুজো-পার্বন নিয়ে নানান কথা। আর ঠিক তার পরদিনই নন্দীগ্রামে হাজির হয়ে 'ভাইজান' বামেদের 'ধর্মনিরপেক্ষতা' ও ৩৪ বছর ধরে সেই উগ্র ধর্মীয় উসকানি রুখে দেওয়ার জন্য প্রশংসা করেন।