রামায়ণের কাহিনি অনুযায়ী, হনুমান যখন লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, তখন তাঁর পথরোধ করেন দেবী সুরসা। দেবতাদের নির্দেশে হনুমানের বুদ্ধি ও সাহস পরীক্ষা করার দায়িত্ব পান সুরসা। তিনি বিশাল আকার ধারণ করে হনুমানকে গ্রাস করার চেষ্টা করেন।
advertisement
কিন্তু হনুমানও নিজের আকার ক্রমশ ছোট করতে করতে সুরসার মুখে প্রবেশ করে আবার বেরিয়ে আসেন, তাঁর বুদ্ধি ও চাতুর্যের জয় ঘটে সেই মুহূর্তে। সেই অবিস্মরণীয় দৃশ্যকেই এবারের থিমে জীবন্ত করে তুলেছে বারোকুলি সার্বজনীন কালীপুজো কমিটি।
রামায়ণের সুরসা রাক্ষসী দেবী থিমে কালী পুজোর মণ্ডপ
পুজো কমিটির সদস্যদের কথায়, “প্রতি বছরই আমরা পুরুলিয়ার মানুষদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবছরও তার ব্যতিক্রম নয়। রামায়ণের এই বিশেষ দৃশ্যটি আমাদের থিমে প্রতিফলিত হয়েছে, যা ইতিমধ্যেই দর্শনার্থীদের মন জয় করেছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়ার ঐতিহ্য, সৃজনশীলতা ও ধর্মীয় আবহের সমন্বয়ে এবারের বারোকুলি সার্বজনীন কালীপুজো পরিণত হয়েছে এক অনন্য শিল্পকর্মে, যেখানে পৌরাণিক কাহিনি ও আধুনিক শিল্প একসাথে মিশে সৃষ্টি করেছে এক অপূর্ব দৃশ্যপট।