TRENDING:

Viswa Bharati Merit List: একশোয় দুশো শতাংশ নম্বর, বিশ্বভারতীর মেধা তালিকা দেখে চোখ কপালে পড়ুয়াদের

Last Updated:

বিশ্বভারতীর (Viswa Bharati) বিনয় ভবনে এডুকেশন বিভাগে স্নাতকোত্তরে ভর্তির জন্য গত ১৪ সেপ্টেম্বর প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় (Viswa Bharati Merit List)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বোলপুর: কেউ পেয়েছেন একশোয় দুশো শতাংশ নম্বর, কেউ আবার ১৯৮ শতাংশ৷ কোনও সাধারণ প্রতিষ্ঠান নয়, বিশ্বভারতীর (Viswa Bharati) মেধা তালিকাতেই এমন নম্বর বিভ্রাট৷ তাও জ্বলজ্বল করছে বিশ্বভারতীর ওয়েবসাইট৷ এমন ত্রুটিপূর্ণ মেধা তালিকা দেখে তা নতুন করে প্রকাশের দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা৷ যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিশ্বভারতী কর্তপক্ষ (Viswa Bharati Merit List)৷
বিশ্ব ভারতীর মেধা তালিকায় বিভ্রাট৷
বিশ্ব ভারতীর মেধা তালিকায় বিভ্রাট৷
advertisement

বিশ্বভারতীর (Viswa Bharati) বিনয় ভবনে এডুকেশন বিভাগে স্নাতকোত্তরে ভর্তির জন্য গত ১৪ সেপ্টেম্বর প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়৷ মোট ৬০ নম্বরের অনলাইন পরীক্ষা হয়৷ বাকি চল্লিশ নম্বর হিসেব করা হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক স্তরের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ সেই প্রবেশিকা পরীক্ষার ফলই এ দিন প্রকাশিত হয় বিশ্বভারতীর ওয়েবসাইটে৷

আরও পড়ুন: তিন ছাত্র-ছাত্রী বহিষ্কারে স্থগিতাদেশ, বিশ্বভারতীকে 'ক্লাসে' ফেরাল হাইকোর্ট

advertisement

মেধা তালিকায় পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে৷ কারণ, এডুকেশন বিভাগের স্নাতোকোত্তর পাঠক্রমের মেধা তালিকা অনুযায়ী পীযূষ কান্তি সাঁই নামে এক ছাত্রের প্রাপ্ত নম্বর ২০০.২৮ শতাংশ৷ অরূপ বেরা নামে আরও এক ছাত্রের প্রাপ্ত নম্বর ১৯৮.৩৮ শতাংশ৷ মোট পরীক্ষার মানই যেখানে একশো, সেখানে পরীক্ষার্থীরা কীভাবে তার থেকে বেশি নম্বর পেয়ে গেলেন, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে৷

advertisement

কীভাবে মেধা তালিকায় এমন বিভ্রাট হল, তা নিয়ে কোনও মন্তব্য করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বান সরকারও এই প্রশ্নের কোনও জবাব দিতে চাননি৷ এমন কি বিষয়টি সামনে আসার পরও ভুল সংশোধনে কোনও পদক্ষেপ করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ এমন কি, এ দিন দুপুর পর্যন্ত ওই ত্রুটিপূর্ণ মেধা তালিকা বিশ্বভারতীর ওয়েবসাইট থেকে সরানোও হয়নি বলে অভিযোগ৷

advertisement

এই পরিস্থিতিতে প্রবেশিকা পরীক্ষায় বসা ছাত্রছাত্রীরা নতুন করে মেধা তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন৷ আরও অভিযোগ, বিনয় ভবনে স্নাতকোত্তর পাঠক্রমে ভর্তির জন্য মোট আসনের পঁচিশ শতাংশ বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত থাকে৷ অভিযোগ, সেই তালিকাতেও বাইরের ছাত্রছাত্রীদের নাম ঢুকিয়ে দেওয়া হয়৷ বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠানে এমন বিভ্রাট কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Indrajit Ruj

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viswa Bharati Merit List: একশোয় দুশো শতাংশ নম্বর, বিশ্বভারতীর মেধা তালিকা দেখে চোখ কপালে পড়ুয়াদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল