সেচ দফতরের তরফে জানা গিয়েছে, মূলত ব্যারেজের দু’ধারের ক্ষতিগ্রস্ত অংশ ধাপে ধাপে সংস্কার করা হবে। সেক্ষেত্রে শুরুতেই বোল্ডারের ব্লক তৈরি করা হচ্ছে। আগামীতে একে একে ওই ব্লকগুলি ব্যারেজের ক্ষতিগ্রস্ত ডাউন স্ট্রিমের বেডে বসানো হবে।
আরও পড়ুনঃ বহু মানুষের যাতায়াত, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ‘এই’ সেতুর রেলিংয়ের একাংশ! কোনও বিপদ ঘটেনি তো?
advertisement
আপাতত ব্রিজে শুধু মোটরবাইক ও অ্যাম্বুলেন্স চলছে। ব্রিজ তাড়াতাড়ি সংস্কার করে যানচলাচল স্বাভাবিক করার লক্ষ্যে সাময়িক সংস্কারের কাজ শুরু হয়েছে। লক্ষ্য একটাই, বর্ষার মরসুমে জরুরি পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে ব্যারেজকে টিকিয়ে রাখা। এই পরিস্থিতিতে শুধুমাত্র মাঝের অংশের ১৫টি গেটের মধ্যে ৭ টি লক গেটের মাধ্যমে জল ছাড়ার কাজ চলছে।
সেচ দফতরের আধিকারিকদের কথায়, সংস্কারের কাজের ক্ষেত্রে আবহাওয়ার উপর নজর রেখে প্রতিনিয়ত নয়া পরিকল্পনা তৈরি করা হতে পারে। কাছেই মহম্মদবাজারের পাঁচামী পাথর খাদান থেকে যাতে তাড়াতাড়ি পাথর পাওয়া যায় সেই জন্য পাঁচামী এলাকার পাথর ব্যাবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে সংস্থা।