২৩ জানুয়ারী, ২৬ জানুয়ারি হোক বা ১৫ অগাস্ট, দেশ জুড়ে মহা সামারোহে উদ্যাপন হয় এই দিনগুলি। জাতীয় পতাকায় সেজে ওঠা গলি থেকে রাজপথ। কিন্তু বিশেষ দিনগুলির পরের দিন কি মানুষ মনে রাখে গলি রাজপথে লাগানো তেরঙ্গা কাগজের টুকরোগুলির কথা! মনে রাখে দেশের সম্মানের কথা? কেউ রাখুক বা না রাখুক, মনে রাখে মনু। বিশেষ দিনগুলির পরেরদিন সকাল সকাল ব্যাগ হাতে বেরিয়ে পড়েন তিনি। যেখানেই পরে থাকতে দেখেন জাতীয় পতাকা, সেখানেই নিজের পায়ে থাকা জুতো খুলে সেই পতাকা তুলে নিয়ে প্রণাম করে ব্যাগে ভরে নিয়ে আসেন বাড়িতে।
advertisement
রাস্তায় এই যুবকের কাজ কর্ম দেখে প্রথম প্রথম সবাই পাগলের উপাধি দিলেও আজ তাঁর এই কর্মকান্ডের সঙ্গী হয়েছেন ৫২ জন। সমাজের বেশ কিছু বিশিষ্ট মানুষ তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁর এই কাজের সম্মানে জুটেছে রাজ্য সরকরের সেচ বিভাগের অস্থায়ী চাকুরিও। আজ নিয়ম করে মনু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ভারত মায়ের সন্মান রক্ষা করতে। ৭৫ বছরের স্বাধীনতা দিবসে তাঁর সংকল্প ও মানুষের কাছে আবেদন, এবার বন্ধ হোক জাতীয় পতাকার অসম্মান।