TRENDING:

ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিক্যাল কলেজ, প্রথম বছরে পড়তে পারবেন ১০০ জন পড়ুয়া

Last Updated:

এবার জেলাতেই চালু হচ্ছে মেডিক্যাল কলেজের পড়াশোনা। ফলে চিকিৎসকদের ঘাটতি অনেকটাই মিটবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার চিকিৎসা পরিষেবার মুকুটে এবার নতুন পালক। রাজ্য সরকারের উদ্যোগে এবার জেলাতেই চালু হচ্ছে মেডিক্যাল কলেজের পড়াশোনা। ফলে চিকিৎসকদের ঘাটতি অনেকটাই মিটবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।
advertisement

ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিক্যাল কলেজের উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক কুমার হালদার। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই এই প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রথম বছর ১০০ জন ছাত্রছাত্রী এই মেডিক্যাল কলেজে পড়তে পারবেন।

মেডিক্যাল কলেজের জন্য উপযুক্ত পরিকাঠামো এবং প্রয়োজনীয় সমস্ত রকম সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ৮৭ জন চিকিৎসক অধ্যাপক, অধ্যাপিকা নিযুক্ত হয়েেছন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রীরা। সুপার স্পেশালিটি হাসপাতালের তকমা আগেই পেয়েছিল। এবার মেডিক্যাল কলেজের পড়াশোনাও শুরু হওয়াতে খুশি ডায়মন্ড হারবারবাসী।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিক্যাল কলেজ, প্রথম বছরে পড়তে পারবেন ১০০ জন পড়ুয়া