TRENDING:

ঘরবাড়ি ছাড়তে হবে? মৌসুনিতে বাঁধ ভাঙন, সঙ্গে কোটালের চাপ! আতঙ্ক ছড়াল গ্রামে

Last Updated:

মৌসুনির পয়লাঘেরির তেঁতুলতলা খাল সংলগ্ন এলাকায় প্রায় ১০০ মিটার নদী বাঁধ ধসে পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নামখানা, দক্ষিণ ২৪ পরগণা, বিশ্বজিত হালদার: অমাবস্যার কোটালে জলের চাপ বাড়তেই ধস নেমেছে মৌসুনি দ্বীপের নদী বাঁধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৌসুনির পয়লাঘেরির তেঁতুলতলা খাল সংলগ্ন এলাকায় প্রায় ১০০ মিটার নদী বাঁধ ধসে পড়েছে। শনিবার সকাল থেকেই ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা ঝাঁপিয়ে পড়েন মেরামতির কাজে।
প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
advertisement

গ্রামবাসীদের অভিযোগ, কোটালের জল বেশি বাড়তে থাকলে বাঁধ ভেঙে গ্রাম জলমগ্ন হবে। স্থানীয়রা বলছেন, মেরামতির কাজ দ্রুত না করলে বড় দুর্ঘটনা হতে সময় লাগবে না। একই পরিস্থিতি দেখা দিয়েছে কুসুমতলার খিরিশতলা এলাকায়। সেখানেও প্রায় ১০০ ফুট নদী বাঁধে ধস নেমেছে।

আরও পড়ুন : দু’মাস ধরে কোনও আত্মীয়ের দেখা নেই! এড়িয়ে চলেন সবজি, দুধ বিক্রেতারা! কেন? আসল সত্যিটা জানুন

advertisement

স্থানীয়দের আতঙ্ক, যে কোনও মুহূর্তে বাঁধ ভেঙে গেলে নোনা জলে ভেসে যাবে গ্রাম। ফলে গোটা গ্রাম ক্ষতিগ্রস্থ হবে। উল্লেখ্য, মৌসুনি দ্বীপ বারবার ভাঙন ও জলবন্দি পরিস্থিতির শিকার হয়েছে। ফলে নতুন করে ধসের ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয়রা বলেছেন, যদি দ্রুততার সঙ্গে কাজ শেষ করা না যায়, তাহলে ঘরবাড়ি সব নষ্ট হয়ে যাবে। গ্রাম ছেড়ে চলে যেতে হবে।

advertisement

আরও পড়ুন : নিম্নচাপের ভ্রুকুটির মাঝেই নদীবাঁধে ৭০ ফুট ধস! আতঙ্কে সুন্দরবন, ছবিতে দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাই প্রশাসনের সাহায্যের পাশাপাশি  বাঁধের দিকে নজর রয়েছে তাঁদের। কার্যত রাত জেগে পাহারা দিচ্ছেন তাঁরা। একইসঙ্গে বাঁধ মেরামতি কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এসবের মধ্যেও যেভাবে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, তাতে প্রকৃতির সঙ্গে কতক্ষণ তাঁরা পাল্লা দিতে পারবেন, সেই বিষয়েও চিন্তা রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘরবাড়ি ছাড়তে হবে? মৌসুনিতে বাঁধ ভাঙন, সঙ্গে কোটালের চাপ! আতঙ্ক ছড়াল গ্রামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল