রাস্তার দু’ধারেই অটো, টোটো, ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে থাকছে সবসময়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সামান্য জায়গাটুকুও নেই। স্থানীয়দের অভিযোগ, যে এইসব দেখেও নীরব প্রশাসন। সকাল-সন্ধ্যা নিত্য যানজটে বেজায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিশেষ করে অফিস আওয়ারে অনেকেই ট্রেন মিস করেন। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে বিডিও অফিস, কৃষি অফিস, ভূমি সংস্কার অফিস, বিদ্যুৎ অফিস, এমন কি মথুরাপুর গ্রামীণ হাসপাতালেও রোগীকে নিয়ে যেতে হয়। এছাড়াও রয়েছে বিদ্যালয় ও থানার যাওয়ার সমস্যা।
advertisement
আরও পড়ুন: চারাগাছ দিলেই স্কুলে ভর্তি, রিটার্ন গিফ্ট স্কুল ব্যাগ! অভিনব ভর্তি ফি এই স্কুলে
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অবস্থার দ্রুত সমাধান চাইছেন স্থানীয় বাসিন্দারা। অফিস টাইমে রাস্তায় কোনও বড় গাড়ি ঢুকে পড়লে সমস্যা আরও বাড়ে। এ নিয়ে এক নিত্যযাত্রী কৃষ্ণপদ অধিকারী জানিয়েছেন, ‘এই সমস্যা সমাধানে ওভারব্রিজ দরকার।’ এব্যাপারে মথুরাপুর এক নং ব্লকের বিডিও সোমনাথ মান্না ফোনে জানান, সমস্যার কথা তিনি জেনেছেন, পুলিশকে যানজট সমস্যা মুক্ত করার জন্য তিনি জানিয়েছেন। জায়গাটি রেলের অধীনে থাকায় বিকল্প রাস্তা অথবা ওভারব্রিজ তৈরি না করা হলে সমস্যাটি থেকেই যাবে।
নবাব মল্লিক