দীর্ঘদিন ধরে এই পুজো চালিয়ে আসছেন তিনি। এই এলাকায় দুর্গাপুজোর থেকেও জাঁকজমকভাবে এই পুজো হয়। প্রতিবছর এই পুজো নিয়ে সাধারণ মানুষজনের আগ্রহ থাকে তুঙ্গে। সেই আগ্রহের আবহকে উস্কে দিয়ে এই পুজোর চমকের কথা সবার সামনে আনলেন মথুরাপুরের সাংসদ বাপী হালদার। তিনি নিজেই দীর্ঘদিন ধরে এই পুজো চালিয়ে আসছেন।
এছাড়াও তিনি জানিয়েছেন এখানে এ বছর প্রতিমাটি সম্পূর্ণ স্বর্ণালঙ্কার দিয়ে মোড়া থাকবে। গতবছর এখানে কয়েক লক্ষ মানুষ এসেছিলেন। এবছর সেই ভিড় আরও ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সকলেই। খুঁটিপুজোতেই এই চমকের কথা সকলের সামনে আনলেন তিনি। এই পুজোর সহযোগিতায় থাকে সাদিয়াল জনকল্যাণ সংঘ। এ বছর মণ্ডপ নির্মাণের কাজ আগে থেকেই শুরু হয়েছে। রাখা হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।
advertisement
আরও পড়ুন : বিপত্তারিণী পুজো উপলক্ষে শনিবার দিনভর ভক্তদের ঢল তমলুকের বর্গভীমা মন্দিরে
মনে করা হচ্ছে, এই বছর গত বছরের তুলনায় আরও ভিড় বাড়বে। সেই দিকে লক্ষ রাখা হচ্ছে। এ বছর মণ্ডপ ও প্রতিমার আকর্ষণ ছাড়াও থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।