TRENDING:

Khuntipuja on Rathyatra 2025: স্বর্ণালঙ্কারে সম্পূর্ণ আবৃত থাকবে প্রতিমা, রথযাত্রায় জাঁকজমক করে হল কোজাগরী লক্ষ্মীপুজোর খুঁটিপুজো

Last Updated:

Khuntipuja on Rathyatra 2025: খুঁটিপুজোতেই চমক, জানা গিয়েছে এবছর সদিয়ালের লক্ষীমন্ডপ সাজছে প্যারিসের অপেরা হাউসের আদলে‌। এছাড়াও সম্পূর্ণ প্রতিমাটি মোড়া থাকবে স্বর্ণ অলঙ্কার দিয়ে। এই পুজোর প্রধান উদ্যোক্তা মথুরাপুরের সাংসদ বাপী হালদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবাব মল্লিক, মথুরাপুর: খুঁটিপুজোতেই চমক, জানা গিয়েছে এ বছর সদিয়ালের লক্ষ্মীমণ্ডপ সাজছে প্যারিসের অপেরা হাউসের আদলে‌। এছাড়াও সম্পূর্ণ প্রতিমা মোড়া থাকবে স্বর্ণ অলঙ্কার দিয়ে। এই পুজোর প্রধান উদ্যোক্তা মথুরাপুরের সাংসদ বাপী হালদার।
খুঁটিপুজোতে মথুরাপুরের সাংসদ
খুঁটিপুজোতে মথুরাপুরের সাংসদ
advertisement

দীর্ঘদিন ধরে এই পুজো চালিয়ে আসছেন তিনি। এই এলাকায় দুর্গাপুজোর থেকেও জাঁকজমকভাবে এই পুজো হয়। প্রতিবছর এই পুজো নিয়ে সাধারণ মানুষজনের আগ্রহ থাকে তুঙ্গে। সেই আগ্রহের আবহকে উস্কে দিয়ে এই পুজোর চমকের কথা সবার সামনে আনলেন মথুরাপুরের সাংসদ বাপী হালদার। তিনি নিজেই দীর্ঘদিন ধরে এই পুজো চালিয়ে আসছেন।

এছাড়াও তিনি জানিয়েছেন এখানে এ বছর প্রতিমাটি সম্পূর্ণ স্বর্ণালঙ্কার দিয়ে মোড়া থাকবে‌। গতবছর এখানে কয়েক লক্ষ মানুষ এসেছিলেন। এবছর সেই ভিড় আরও ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সকলেই।  খুঁটিপুজোতেই এই চমকের কথা সকলের সামনে আনলেন তিনি। এই পুজোর সহযোগিতায় থাকে সাদিয়াল জনকল্যাণ সংঘ। এ বছর মণ্ডপ নির্মাণের কাজ আগে থেকেই শুরু হয়েছে। রাখা হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।

advertisement

আরও পড়ুন : বিপত্তারিণী পুজো উপলক্ষে শনিবার দিনভর ভক্তদের ঢল তমলুকের বর্গভীমা মন্দিরে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মনে করা হচ্ছে, এই বছর গত বছরের তুলনায় আরও ভিড় বাড়বে। সেই দিকে লক্ষ রাখা হচ্ছে‌। এ বছর মণ্ডপ ও প্রতিমার আকর্ষণ ছাড়াও থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Khuntipuja on Rathyatra 2025: স্বর্ণালঙ্কারে সম্পূর্ণ আবৃত থাকবে প্রতিমা, রথযাত্রায় জাঁকজমক করে হল কোজাগরী লক্ষ্মীপুজোর খুঁটিপুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল