ভয়াবহ ভাঙনে ৫টি পাকা বাড়ি ও লোহরপুর মহরিলের বাগানের বেশ কিছু জমি গঙ্গায় তলিয়ে যায়। যে কোনও মুহুর্তে তলিয়ে যেতে পারে আরও বেশ কয়েকটি ঘরবাড়ি। আতঙ্কে বাড়ির ইট, টালি জানলা, দরজা খুলে আসবাবপত্র নিয়ে অন্যত্র পালাচ্ছে গ্রামবাসীরা।
advertisement
আবার ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। গোটা গ্রাম জুড়ে ভাঙন বিধ্বস্তদের হাহাকার। কোথায় যাবেন পরিবার নিয়ে, কোথায় আশ্রয় নেবেন তার ঠিক ঠিকানা না থাকায় দিশেহারা তাঁরা। তবে বছরের পর বছর গঙ্গা ভাঙন চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: মাঝরাতে জেলের মধ্যে পায়চারি, রবিবার পলিগ্রাফ টেস্টের আগেই মুখ খুলল সঞ্জয়?
ভাঙন বিধ্বস্ত রেকশানা বিবি বলেন, “সারারাত আতঙ্কে ঘুমাতে পারিনি। সকাল হতে না হতেই গঙ্গা আমার বাড়িটাকে গিলে নিল। এখন আমরা কোথায় যাব কিছুই জানি না। সরকারের পক্ষ থেকে আমাদের থাকার কিছু ব্যবস্থা করে দেওয়া হোক”। ভাঙন বিধ্বস্ত রফিকুল ইসলাম বলেন, “বাড়ি জমি সব নদীতে চলে গেল। আমাদের আর কিছু নেই নিঃস্ব হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। সরকার আমাদের জন্য ব্যবস্থা নিচ্ছে না। গঙ্গার ভাঙন রোধে দ্রুত কোনও ব্যবস্থা না নিলে সব শেষ হয়ে যাবে।