তবে শুধুমাত্র ওই দম্পতিদের জন্য বিয়ের ব্যবস্থা করা হয়নি। বিয়ের পর তারা যাতে সুষ্ঠুভাবে সংসার ধর্ম পালন করতে পারেন, তারও ব্যবস্থা রাখা হয়েছে। আগামী দিনে তাদের যে সমস্ত সামগ্রী প্রয়োজন, সেই সমস্ত আসবাবপত্র তুলে দেওয়া হবে নবদম্পতিদের হাতে। কন্যাদায়গ্রস্থ পিতা মাতাদের চিন্তা দূর করতে শহরে এই বিশাল আয়োজন করা হয়েছে সংস্থাটির ২৫ তম বর্ষ উপলক্ষে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
আরও পড়ুন: টাকা, সাফল্য হাতের মুঠোয়! এই তারিখগুলিতে জন্ম নিলেই কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না
গণবিবাহের পাশাপাশি বিশাল ধর্ম অনুষ্ঠানের ও আয়োজন করেছে সংস্থাটি এখানে টানা নয় দিন ধরে রাম কথার আয়োজন করা হয়েছে পাশাপাশি কয়েক লক্ষ হনুমান চালিশা পাঠ করা হবে এখানে। এছাড়াও সুন্দরকান্ড শোনানো হবে পুণ্যার্থীদের। মহা কুম্ভের আগে এই ধর্ম অনুষ্ঠান বিশাল গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন উদ্যোক্তা সংস্থার এক ধর্মগুরু।
তিনি বলেছেন, পৃথিবীর সব থেকে মহৎ দান কন্যাদান। কিন্তু অনেক পিতা-মাতা বিয়ে দিতে গিয়ে সমস্যায় পড়েন। তবে সেই তাদের সমস্যা দূর করতে এই গণবিবাহের আয়োজন করা হয়েছে। যেখানে তিনদিন ধরেই বিবাহ অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানিয়েছেন, এমন একটি অনুষ্ঠানে হাজির হতে পেরে তিনি আপ্লুত। পাশাপাশি কন্যাদায়গ্রস্থ পিতাদের সুবিধার জন্য যে গণবিবাহের আয়োজন করা হয়েছে, সেই উদ্যোগকে সাধুবাদ দিয়েছেন তিনি।
নয়ন ঘোষ





