TRENDING:

Maoist Leader PhD Admission: অবশেষে কাটল জট! সোমবার পিএইচডি-র জন্য ভর্তি হচ্ছেন জেলবন্দি অর্ণব দাম

Last Updated:

উপাচার্য গৌতম চন্দ্র জানিয়েছিলেন, চিঠির উত্তর পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ জানিয়েছিল, অর্ণবের পিএইচডির জন্য তাঁরা খুবই আন্তরিক। তাদের দিক থেকে কোনও বাধা নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: অবশেষে কাটল জট। সোমবার সম্ভবত ভর্তি হবেন জেলবন্দি প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডি করবেন তিনি। বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিফিকেশন করে জানালেন আগামী ১৫ জুলাই সোমবার দুপুর ৩ টে থেকে ইতিহাসে পিএইচডির কাউন্সেলিং প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। ওই দিন ডকুমেন্ট ভেরিফিকেশন করে ভর্তি নেওয়া হবে তাঁকে।
advertisement

গত ৯ জুলাই ইতিহাসের পিএইচডির এই কাউন্সেলিং হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার আগের দিন নোটিফিকেশন জারি করে সেই কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দেয়। অর্ণব দামের জন্যই কি স্থগিত করা হয়েছিল কাউন্সেলিং? প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। রাজ্যজুড়ে তা নিয়ে আলোড়ন তৈরি হয়।

ইতিহাসের পিএইচডির প্রবেশিকা পরীক্ষায় প্রথম হন অর্ণব দাম। তারপরেই কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করেও তা স্থগিত করে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্তর্বর্তিকালীন উপাচার্য গৌতম চন্দ্র জানান, অর্ণব যেহেতু সংশোধনাগারে বন্দি সেহেতু সংশেধনাগার কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে অফলাইন কোর্স ওয়ার্ক তিনি কীভাবে করবেন? তাঁর নিরাপত্তার কী ব্যবস্থা হবে? কারণ, বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেই নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।

advertisement

আরও পড়ুন: ছেলের শুভ আশীর্বাদ অনুষ্ঠানে জগদগুরু রামভদ্রাচার্যের পদধূলি নিলেন মুকেশ ও নীতা আম্বানি

পাশাপাশি, বিশ্ববিদ্যালয় হুগলি সংশেধনাগার কর্তৃপক্ষের কাছে আরও জানতে চায়, এ বিষয়ে কারা দফতরের ঊর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি আছে কি না? বিশ্ববিদ্যালয়ের তরফে জানতে দু’দুটি মেল করে চাওয়া হয় হুগলি সংশেধনাগার কর্তৃপক্ষের কাছ থেকে।

উপাচার্য গৌতম চন্দ্র জানিয়েছিলেন, চিঠির উত্তর পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ জানিয়েছিল, অর্ণবের পিএইচডির জন্য তাঁরা খুবই আন্তরিক। তাদের দিক থেকে কোনও বাধা নেই।

advertisement

আরও পড়ুন: অনন্ত আম্বানি এবং রাধিকার মার্চেন্টের শুভ আশীর্বাদ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী মোদি

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

তারপর শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে আগামী সোমবার ইতিহাসে পিএইচডি ভর্তির কাউন্সেলিং-এর ডেট জানিয়ে নোটিফিকেশন জারি করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, অর্ণব যাতে পিএইচডি করতে পারেন, তা নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে কারামন্ত্রীর দীর্ঘক্ষণের বৈঠক হয় বলে জানা গিয়েছে। প্রয়োজনে অর্ণব দামকে হুগলি সংশেধনাগার থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশেধনাগারে স্থানান্তরিত করার কথাও ভাবা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maoist Leader PhD Admission: অবশেষে কাটল জট! সোমবার পিএইচডি-র জন্য ভর্তি হচ্ছেন জেলবন্দি অর্ণব দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল