কান্দি ব্লকের হিজল গ্রাম দিয়ে বয়ে গিয়েছে তিনটি নদী। বাবলা, দ্বারকা সহ আরও একটি নদী বয়ে যাওয়ার কারণে প্রত্যেক বছর বন্যার কবলে পড়ে এই এলাকা। তবে সাটুইয়ের কাছে দ্বারকা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। জলে ডুবেছে শ্রীকৃষ্ণপুর থেকে সাটুই যাওয়ার একমাত্র রাস্তা। ফলে ভরসা বলতে শুধু নৌকা।
আরও পড়ুনঃ সুতো, পুঁতি দিয়েই অসামান্য কাজ! বিশেষভাবে সক্ষম এই পড়ুয়াদের ‘ট্যালেন্ট’ দেখলে বাহবা দেবেন আপনিও
advertisement
বর্তমানে শ্রীকৃষ্ণপুর, সুভাষনগর সহ বেশ কিছু গ্রাম জলের তলায়। পরিস্থিতির চাপে সুভাষনগরের একটি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর বৃষ্টির জেরে রাজ্যের একাধিক প্রান্তে জল থইথই অবস্থা। কোথাও ডুবেছে রাস্তা, কোথাও জলের তলায় চাষের জমি, কোথাও আবার রাস্তার হাল বেহাল। বেশ কিছু জায়গায় দুর্ভোগ বাড়িয়েছে বিভিন্ন জলাধার থেকে ছাড়া জল। ফলে সব মিলিয়ে বেশ চাপেই রয়েছে সাধারণ মানুষ।